ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

আমিরাত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ , ০৫:৫২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

তিন দিনের একটি ম্যাচ ও চারটি এক দিনের ম্যাচ খেলার জন্য আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব ১৯ দল। সফরকারীরা ঢাকায় পৌঁছে ওই দিনই রাজশাহীতে চলে যাবেন বলে জানা গেছে। সেখানে আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল এবং আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দলের একটি তিন দিনের ম্যাচ।

বিজ্ঞাপন

এরপর আগামী ২৫ ও ২৭ অক্টোবর একই মাঠে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচ আগামী ৩০ অক্টোবর মিরপুরে গড়াবে। আর ১ নভেম্বর চতুর্থ ওয়ানডের মধ্য দিয়ে শেষ হবে সিরিজ। সেই সিরিজের জন্য মঙ্গলবার (১৫ অক্টোবর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশের স্কোয়াড

বিজ্ঞাপন

মাজাহারুল ইসলাম, মোহাম্মদ রিফাত বেগ, জাওয়াদ আবরার, মোহাম্মদ আজিজুল হাকিম তামিম (শেষ দুই ম্যাচের অধিনায়ক), মোহাম্মদ সামিউন বাশার রাতুল, কালাম সিদ্দিকী অ্যালেন (তিন দিনের ম্যাচ এবং প্রথম দুই ওয়ানডে অধিনায়ক), ফারিদ হোসাইন ফয়সাল, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রাফিউজ্জামান রাফি, ইয়াসির আরাফাত, মোহাম্মদ আল-ফাহাদ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন এবং মোহাম্মদ রিজান হোসেন।

স্ট্যান্ডবাই: দেবাশীষ সরকার দেবা, ফারহান শাহরিয়ার, মোহাম্মদ শাহরিয়া আল আমিন ও শাহরিয়াল আজমির।

প্রসঙ্গত, ওয়ানডে ম্যাচগুলো সকাল ৯টায় এবং তিন দিনের ম্যাচটি সকাল সাড়ে ৯টায় মাঠে গড়াবে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |