• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

রাফিনিয়ার হ্যাটট্রিকে ৯ বছর পর বায়ার্নকে হারাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২৪, ১১:১৪
বার্সেলোনা
ছবি-এএফপি

বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। টুর্নামেন্টটিতে জার্মান এই ক্লাবটির কাছে টানা ৬ ম্যাচে হারের তিতো স্বাদ পেয়েছিল কাতালানরা। কিন্তু অবশেষ বায়ার্নের বিপক্ষে জয়েরে দেখা পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। আর এই জয়ের অন্যতম নায়ক ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনিয়া।

বুধবার (২৩ অক্টোবর) রাতে অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জার্মান জায়ান্টদের ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন রাফিনিয়া এবং আরেকটি গোলে করেছেন রবের্ত লেভানদোভস্কি। বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন হ্যারি কেইন।

ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে প্রায় সাড়ে ৯ বছর পর বায়ার্ন মিউনিখকে হারাল বার্সেলোনা। এর আগে ২০১৫ সালের মে মাসে ন্যু ক্যাম্পে সেমিফাইনালের প্রথম লেগে লিওনেল মেসির জোড়া ও নেইমারের একটি গোলে ৩-০ ব্যবধানে জিতেছিল তারা।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠে ফের্মিন লোপেসের বাড়ানো বল ক্লিয়ার করার চেষ্টায় পারেননি বায়ার্নের এক ডিফেন্ডার। বল ধরে এগিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষক মানুয়েল নয়ারের বাধা এড়িয়ে জাল খুঁজে নেন রাফিনিয়া।

এরপর বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে যায় বায়ার্ন। অষ্টাদশ মিনিটে আর হতাশ হতে হয়নি তাদের। বক্সে বাঁ দিক থেকে সের্গে জিনাব্রির পাসে চমৎকার ভলিতে সমতা টানেন ইংলিশ স্ট্রাইকার কেইন। ২৬তম মিনিটে বক্সের বাইরে থেকে লেভানদোভস্কির নিচু শট পোস্টের একটু বাইরে দিয়ে যায়।

৩৬তম মিনিটে আবারও গোল হজম করে বায়ার্ন। লামিনে ইয়ামালের ক্রস হেডে ক্লিয়ার করার চেষ্টায় পারেননি ডিফেন্ডার কিম মিন-জায়ে। তার পেছনেই থাকা ফের্মিন বক্সে ঢুকে নয়ার এগিয়ে আসায় ফ্লিক করে বল দেন অন্য পাশে। বাকি কাজটা সারেন লেভানদোভস্কি।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৩-১ করেন রাফিনিয়া। ডান দিক থেকে মার্ক কাসাদোর ক্রস বাঁ দিকে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে একজনের বাধা এড়িয়ে বক্সে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, সেখানে তার ডান পায়ের শট প্রতিপক্ষের আরেকজনের দুই পায়ের ফাঁক দিয়ে দূরের পোস্ট দিয়ে জড়ায় জালে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। ৫৬তম মিনিটে মাঝমাঠ থেকে ইয়ামালের ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন তিনি, সঙ্গেই লেগে ছিল প্রতিপক্ষের দুজন। তাদের সুযোগ না দিয়ে বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২৭ বছর বয়সী ফুটবলার।

বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হ্যাটট্রিক করা চতুর্থ ব্রাজিলিয়ান ফুটবলার তিনি। আগের তিন জন হলেন রিভালদো, রোনালদিনিয়ো ও নেইমার।

বাকি সময়েও বায়ার্নকে কোণঠাসা করে রেখে আক্রমণ করে যায় বার্সেলোনা। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

প্রতিযোগিতাটিতে সব মিলিয়ে বায়ার্নের বিপক্ষে ১৪ ম্যাচে বার্সেলোনার তৃতীয় জয় এটি, হার ১০টি, বাকি একটি ড্র। চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে উঠেছে বার্সেলোনা। টানা দ্বিতীয় হারে ৩ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে আছে বায়ার্ন।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকে দুইয়ে রিয়াল
তরেসের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের দুইয়ে বার্সেলোনা
কোপা দেল রেতে যাদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা
লাল কার্ড পেলেন ফ্লিক, বার্সেলোনাকে রুখে দিলো রিয়াল বেতিস