• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কোটি টাকা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ২০:৪৯
সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সাফজয়ী দলটি বাফুফে ভবনে পৌঁছালে সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন।

আসিফ মাহমুদ জানান, শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনায় সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন।

এর আগে, গত বুধবার নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় নারী সাফ শিরোপা জেতে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে সাফজয়ী দলটি দেশে পৌঁছালে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়নদের মতিঝিলের বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে দলটিকে বরণ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

এদিকে সাফজয়ী ফুটবল দলের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে ২০ লাখ টাকা দেওয়া হবে।

আরটিভি/এসএপি/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ক্রীড়াঙ্গনের যত আলোচিত ঘটনা
বিপিএল মিউজিক ফেস্টের টিকিটমূল্য কমিয়েছে বিসিবি
সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
জাকেরের সাফল্য নিয়ে যা বললেন কোচ সালাউদ্দিন