নেইমারকে দলে না রাখার কারণ জানালেন ব্রাজিল কোচ
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে গত বছরের ১৭ অক্টোবর অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েছিলেন নেইমার জুনিয়র। এরপর ৩৬৯ দিন পর গত ২২ অক্টোবর আল হিলালের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
সেদিন মাঠে ফিরলেও শুরুর একাদশে ছিলেন না নেইমার। ম্যাচের ৭৭তম মিনিটে মাঠে নামেন তিনি। জানা গেছে, পুরোদমে মাঠে ফিরতে নেইমারের আরও কিছু সময় লাগবে। তাই নেইমারকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রও।
যার ফলে বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১৫ নভেম্বর ভেনেজুয়েলা ও ২০ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য নেইমারকে বিবেচনায় রাখেননি দরিভাল। তাকে ছাড়াই ২৩ সদস্যে স্কোয়াড ঘোষণা করেছেন এই কোচ।
নেইমারকে দলে না নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দরিভাল বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখনই তাকে দলে নেব না। তার ওপর অতিরিক্ত বোঝা এখনই চাপিয়ে দেব না। সে প্র্যাকটিক্যালি পুরোপুরি সুস্থ খেলার জন্য। কিন্তু মাত্র কয়েক মিনিট খেলার সুযোগ পেয়েছে। যেটা এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে।
তিনি আরও বলেন, সে দলে ফিরতে খুবই আগ্রহী। তবে, বাস্তবতাও মেনে নিয়েছে সে (নেইমার)। অবস্থা হচ্ছে যে, মাঠে মাত্র সে ১৩ মিনিট কাটিয়েছে। আমরা তার ক্লাবের (আল হিলাল) প্রক্রিয়াকে সম্মান জানাই। তারা ধীরে ধীরে নেইমারকে ম্যাচে ফিরিয়ে আনছে। একটা খেলোয়াড় তার সর্বোচ্চ পর্যায়ে থাকবে, এটা তো আমাদেরও চাওয়া।
সুতরাং জাতীয় দলে ফিরতে নেইমারকে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের মার্চ পর্যন্ত। কারণ, নভেম্বরের এই দুই ম্যাচ খেলার পর জাতীয় দলের আর কোনো ম্যাচ নেই ব্রাজিলের। আগামী বছর মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। সবঠিক থাকলে কলম্বিয়া ম্যাচ দিয়ে দেশের জার্সিতে মাঠে নামবেন নেইমার।
মন্তব্য করুন