• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

সাকিবের প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন নিয়ে যা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ০১:০৩
ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ উঠেছে সাকিব আল হাসানের বিরুদ্ধে। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় আলোচনা তুঙ্গে।

এবিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, সিাকিবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা একটি দেশের ঘরোয়া ক্রিকেটের ব্যাপার, সে ক্ষেত্রে তারা বিসিবিকে কোনো ক্রিকেটারের সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিষয়টা জানাতে বাধ্য নয়। এর ফলে, বিসিবিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না। সে কারণেই বিসিবি সাকিবের বোলিং রিপোর্টেড নাকি না- সে বিষয়েও কিছু বলতে পারবে না।

তিনি বলেন, স্বাভাবিক নিয়মে কোনো আন্তর্জাতিক ম্যাচ হলে, সেখানে যে কোনো ক্রিকেটারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে, সবার আগে জানবে সংশ্লিষ্ট দুই দেশ ওই ম্যচ বা সিরিজে অংশ নিচ্ছে সেই দুই দেশের ক্রিকেট বোর্ড এবং তারা সে অনুযায়ী ব্যবস্থাও নেবে।

বিসিবি প্রধান নির্বাহী বলেন, যেহেতু এটা অন্য টেরিটোরিতে বা একটা দেশের ডমেস্টিক ক্রিকেটের ঘটনা এবং এটা কোনো আন্তর্জাতিক ম্যাচে নয়, সে ক্ষেত্রে ওই ডমেস্টিক ক্রিকেটটা যে দেশের বোর্ডের, তারাই শুধু জানবে বা তাদেরই জানার এখতিয়ার।

নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আমি জানি না বা এখনও পর্যন্ত কোনো মাধ্যম থেকে শুনিনি যে সাকিব রিপোর্টেড হয়েছে। যদি সত্যিই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারের কোনোরকম কোনো সন্দেহ থাকে, বা প্রশ্নবিদ্ধ মনে করেন, তাহলে ইসিবি এবং সাকিবের ইংলিশ কাউন্টি ক্লাবই শুধু জানবে। কিন্তু এটা যদি ওয়ানডে টেস্ট বা টি-টোয়েন্টিতে হতো, তাহলে বিসিবি জানতো।

প্রসঙ্গত, ইংলিশ কাউন্টি ক্রিকেটে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলেও সাকিবের অন্য কোনো ঘরোয়া, ফ্রাঞ্চাইজি ক্রিকেট বা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাধা নেই।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির
সাকিবকে নিয়ে দুঃসংবাদ দিলো বিসিবি
ফাহিমকে প্রধান করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন বিসিবির 
আফগানদের বিপক্ষে সাকিবের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি