• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিমানে সহযাত্রীর জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন ফার্নান্দেস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৪:৩০
ফার্নান্দেস
ছবি-এএফপি

রোনালদোর পর পর্তুগাল ফুটবলে যে কয়জন তারকা আছে তাদের মধ্যে একজন হলেন ব্রুনো ফার্নান্দেস। মাঝমাঠে দুর্দান্ত ফুটবল খেলে ভক্তদের মন জয় করেছেন তিনি। এবার সহযাত্রীর প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন এই পর্তুগিজ ফুটবলার।

গত সোমবার নেশন্স লিগ খেলতে পর্তুগালের উদ্দেশে বিমানে চড়েছিলেন ব্রুনো ফার্নান্দেস। সেখানে তার সামনেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন এক যাত্রী। মাঠে বীরত্ব দেখানো এই মিডফিল্ডার মাঠের বাইরেও দেখা দিলেন একই ভূমিকায়। সেই যাত্রীর জীবন বেঁচেছে ব্রুনোর সহযোগিতায়।

যুক্তরাজ্যের বিজনেস ক্লাউড নামের পত্রিকাকে এই ঘটনার তুলে ধরেছেন আরেক সহযাত্রী সুজানা লসন। তিনি জানান, ফার্নান্দেস ওই সময় টয়লেটের জন্য গিয়েছিলেন। কিছুক্ষণ পরেই সাহায্য চেয়ে তার চিৎকার শুনতে পান, ব্রুনো একজন যাত্রীকে ধরে রেখেছিল। মনে হচ্ছিল ওই যাত্রী বুঝি মারাই যাবে। সে চেতনা হারিয়ে ফেলেছিল কি না, সেটা বলতে পারছি না।

তিনি আরও জানিয়েছেন, সেখানে একটা বাড়তি সিট ছিল। ব্রুনো তখন ওই যাত্রীকে বসানোর চেষ্টা করতে থাকে। লোকটা সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত ব্রুনো সেখানেই ছিল।

এই ঘটনায় সহযাত্রীদের প্রশংসা কুঁড়িয়েছেন পর্তুগিজ তারকা। সুজানা লসন পরে অবশ্য ফার্নান্দেসের সঙ্গে একটি সেলফিও তুলেছেন।

এর আগে, রোববার লেস্টার সিটির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ৩-০ গোলের জয়ে একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছিলেন ব্রুনো। তারপর পোল্যান্ড আর ক্রোয়েশিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলার জন্য চড়েন লিসবনের বিমানে।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মরার আগেই আগুন-ধোঁয়ার মিশ্রণে জীবন্ত মমি! 
মাহমুদুর রহমান সৎসাহস ও দেশপ্রেমের জীবন্ত প্রতীক: আসিফ নজরুল
সূর্যমুখীর বাগান নয়, যেনো এক একটি জীবন্ত শিল্পকর্ম
বধূ সাজার আগেই ডেঙ্গু কেড়ে নিলো জীবন