ওমরাহ শেষে নতুন মিশনের প্রস্তুতি নিচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ , ০৭:৩৯ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তার করণে দেশে ফেরা হয়নি তার। খেলেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে মাঠের বাইরে সাকিবকে খুব বেশি সময় থাকতে হচ্ছে না। আবুধাবি টি-টেন লিগের দল ‘বাংলা টাইগার্স’-এর হয়ে খেলবেন সাকিব। 

বিজ্ঞাপন

এদিকে, বাংলাদেশের দলের এই ক্রিকেটার সম্প্রতি ওমরাহ পালন করেছেন। এরপরেই যোগ দিলেন বাংলা টাইগার্স দলে। একই দলে তার সতীর্থ আফগান লেগ স্পিন সুপারস্টার রশিদ খান। বাংলা টাইগার্সের ফেসবুক পেইজে আজ এই দুজনের ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লিখা, আবুধাবি টি-টেন লিগে আমাদের ট্রেনার সাকিবের সঙ্গে সাকিব আল হাসান এবং রশিদ খান। রশিদ-সাকিবকে বাংলা টাইগার্সের জার্সিতে দেখার তর সইছে না। 

বিজ্ঞাপন

আগামী ২১ নভেম্বর থেকে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে হাল আমলের এই ক্রিকেট লিগ। ১০ ওভারের এই টুর্নামেন্ট চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। ভারত সফরের পর এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন সাকিব।

প্রসঙ্গত, টি-টেন লিগে আরও আগেও খেলেছিলেন সাকিব। এবারও সেখানে খেলে প্রস্তুতি নেবেন জাতীয় দলে ফেরার। কিছুদিন আগেই বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন সেকথা। সবকিছু ঠিক থাকলে হয়তো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা যাবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।

আরটিভি/এএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission