• ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ তানজিম যাচ্ছেন উইন্ডিজে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২৪, ২৩:৪১
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ তানজিম যাচ্ছেন উইন্ডিজে
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ছিলেন না ইনজুরির কারণে। তবে তানজিম হাসান সাকিবের অপেক্ষাটা লম্বা সময়ের জন্য হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজে ফিরছেন তিনি। তার আগে অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে দেখা যেতে পারে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতেও।

সোমবার (১৮ নভেম্বর) ফিটনেস পরীক্ষায় পাস করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র থেকে জানা যায়, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই তানজিম সাকিবের।

গত অক্টোবরের শেষদিকে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচের প্রস্তুতির সময় ঘাড়ে চোট পেয়েছিলেন সাকিব। তাতে তিনি ছিটকে যান আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে। আপাতত চোট কাটিয়ে উঠেছেন সাকিব। পাস করেছেন ফিটনেস পরীক্ষায়ও। ফলে উইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজে ফিরতে বাধা নেই এ পেসারের।

তার বিষয়ে ক্রিকবাজকে বিসিবির এক নির্বাচক বলেন, সে (তানজিম সাকিব) ফিটনেস পরীক্ষায় পাস করেছে। এটা আমাদের জন্য অনেকটা স্বস্তির, যেহেতু সে আমাদের সাদা বলের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। আমরা তাকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে মিস করেছি। কিন্তু একই সঙ্গে, অন্য পেসাররা ভালো পারফরর্ম করেছে। প্রতিদ্বন্দ্বিতাটা এই মুহূর্তে অনেক। কিন্তু আমি জানি তানজিম তার জায়গা ফিরে পেতে সেরাটা দেবে।

এই মুহূর্তে উইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সাদা পোশাকের লড়াই শেষে ৮ ডিসেম্বর থেকে শুরু হবে সীমিত ওভারের খেলা। স্বাগতিকদের বিপক্ষে লাল সবুজরা খেলবে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।

এদিকে বিসির মেডিকেল বিভাগের ছাড়পত্র পাওয়ায় সিরিজের আগেই মাঠে ফিরতে পারেন সাকিব। গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলার কথা রয়েছে তার।

২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। বাংলাদেশ থেকে রংপুর রাইডার্স-সহ আসরে পাঁচ দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে।

আরটিভি/একে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার
সাত ওভারের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া
মিশরে শীতকালীন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাষ্ট্রদূত সামিনা নাজ
মুশফিককে নিয়ে আরও এক দুঃসংবাদ পেল বাংলাদেশ