ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, যেভাবে দেখবেন খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ , ০১:২৪ পিএম


ব্রাজিল-আর্জেন্টিনা
ছবি-এএফপি

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গত ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিল ড্র করলেও প্যারাগুয়ের কাছে হেরেছিল আর্জেন্টিনা। ভোরে আবারও মাঠে নামবে দুই দল। যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে এবং আর্জেন্টিনা খেলবে পেরুর বিপক্ষে। এই ম্যাচ দিয়ে ২০২৪ সালের আন্তর্জাতিক মিশন শেষ করবে এই দুই ফুটবল পরাশক্তি।

বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েনস আইরেস লা বোম্বোনেরা স্টেডিয়ামে পেরুকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। আর ঘরের মাঠ সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

বিজ্ঞাপন

সম্প্রতি নিজেদের শেষ পাঁচ ম্যাচে তারা তিন ম্যাচেই জয় পেতে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে দুই ম্যাচে ছিল হার। এক ম্যাচে ড্র। শেষ তিন অ্যাওয়ে ম্যাচেই জয়বঞ্চিত লিওনেল স্কালোনিরা। বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলে সবার ওপরে থাকলেও তাই খুব একটা স্বস্তি নেই আর্জেন্টাইন শিবিরে। 

নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসিরা প্যারাগুয়ের কাছে হেরে ২-১ গোলে হেরেছিল। ফলে পেরু ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই। 

আর্জেন্টিনার মতো নিজেদের সবশেষ ম্যাচে জয়হীন ছিল ব্রাজিলও। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে দরিভাল জুনিয়রের শিষ্যরা। চলতি বছরের শেষ ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা।

উরুগুয়ের বিপক্ষে সবশেষ লড়াইয়ে হেরেছে সেলেসাওরা। কোপা আমেরিকার সেই ম্যাচে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।  

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ব্রাজিল। ১১ ম্যাচে ব্রাজিলের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে উরুগুয়ে। ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে আছে পেরু। 

এদিকে লাতিনের দু’পরাশক্তির এ ম্যাচটি দেখতে মুখিয়ে আছে এশিয়া মহাদেশের ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচ দু’টি ভারতীয় উপমহাদেশের কোনো চ্যানেলে সরাসরি দেখা যাবে না। তবে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হলো Sportzfy এবং yallashoot tv অ্যাপ নামিয়ে মোবাইলে লাইভ খেলা দেখতে পারবেন। 

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.