সবকিছু হবে সমতার ভিত্তিতে, চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে পিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ , ০২:৫৮ পিএম


সবকিছু হবে সমতার ভিত্তিতে, চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে পিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে টানাপোড়েন কমার কোনো লক্ষণ এখনো দেখা যায়নি। পাকিস্তান নিজেদের জায়গায় অটল। ভারতও মত পাল্টাতে নারাজ। সব মিলিয়ে আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাড়ছে উত্তেজনাও। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এসে নতুন বার্তা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। ভারত চাচ্ছে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হোক। তবে পাকিস্তান তাতে মোটেও রাজি হয়নি। তারা হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি নয়। যার কারণে আইসিসি এখনও টুর্নামেন্টের সূচি প্রকাশ করেনি। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ নভেম্বর) আইসিসির সঙ্গে ভার্চ্যুয়াল মিটিং হওয়ার কথা পিসিবির। এই সভা থেকেই ৮ দলের অংশগ্রহণে জমজমাট ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তার আগে নিজেদের সিদ্ধান্তে দৃঢ় থাকার কথা জানালেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

তিনি জানান, পিসিবি এমন কোনো কাজ করবে না, যাতে দেশের ক্রিকেটের অমঙ্গল হয়। নিজেদের দিক বিবেচনায় যা করা দরকার, সেই কাজটাই তারা করবে।

এক্ষেত্রে আইসিসিকে নিজেদের অবস্থান জানিয়েছেন বলেও গণমাধ্যমকে বলেন পিসিবি চেয়ারম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে নিজেদের ভাবনা ও সিদ্ধান্ত স্পষ্ট উল্লেখ করে তিনি জানান, সমতার ভিত্তিতেই সবকিছু করবে পিসিবি, এমন প্রস্তাব তারা পিসিবিকে দিয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী বছর ভারতে হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ ও পরের বছর শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করবে তারা।

রাজনৈতিক উত্তেজনার কারণে ২০০৮ সাল থেকে পাকিস্তান খেলতে আসে না ভারত। এবারও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) বলছে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে। যে পদ্ধতিতে বেশিরভাগ ম্যাচগুলো হবে পাকিস্তানে। আর ভারতের ম্যাচগুলো হবে ভিন্ন কোনো দেশে।

ভারতের এই প্রস্তাবকে আগেই উড়িয়ে দিয়েছে পাকিস্তান। অন্যান্য দল আসতে পারলে ভারত কেন পারবে না, তা সুনির্দিষ্ট কারণ লিখিত আকারে উল্লেখ করতে বলেছে পিসিবি। তাতে অবশ্য কোনো সদুত্তর বা লিখিত জবাব দেয়নি ভারত।

বিষয়টি নিয়ে গত মাসে নকভি বলেছিলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। তাদের যেকোনো আপত্তি থাকতে পারে। তা আমাদের লিখিতভাবে জানাতে হবে।এখন পর্যন্ত হাইব্রিড মডেলের কোনো আলোচনা হয়নি। আমরা এটি গ্রহণ করতে প্রস্তুত নই।’

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission