• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

সাকিবের হতশ্রী ব্যাটিং, টানা দুই হারে বিদায় বাংলা টাইগার্সের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ১৯:১৮
সংগৃহীত ছবি

টি-টেনের ম্যাচে বাংলা টাইগার্সের হয়ে ২২ বলে ১৫ রান করে দলকে হারিয়েছেন সাকিব আল হাসান। মারতে পারেননি কোন চার-ছক্কা। এই লিগে খেলার ভাষা একটাই, প্রথম বল থেকেই ব্যাট চালাও। সেখানে সাকিবের ওয়ানডে মেজাজের ব্যাটিং দলকে ৭২ রান পুজি এনে দেয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আবুধাবিতে ডেকান গ্লাডিয়েটরর্সের বিপক্ষে বাংলা টাইগার্স ম্যাচে এ ঘটান তিনি।

এদিন ৬ নম্বরে উইকেটে আসেন সাকিব। তখন বাংলা টাইগার্সের রান ২ দশমিক ২ ওভারে ২৩। অন্য সংস্করণ হলে এখান থেকে হয়তো ইনিংস ধরে খেলার প্রসঙ্গ উঠত। কিন্তু খেলাটা তো ৬০ বলের, উইকেট ধরে রেখে কী হবে! চার–ছক্কাই আসল। সাকিব এই চার-ছক্কাই মারতে পারেননি। ২২টি বল খেলা এই অলরাউন্ডার একটিও বাউন্ডারি পাননি। স্ট্রাইক রেট ছিল ৬৮ দশমিক ১৮।

এরপর অষ্টম ওভারে উইকেটে আসেন রশিদ খান। তিনি ৮ বল খেলে দুটি বাউন্ডারি মারেন। অপরাজিত সাকিবের এমন ইনিংসের কারণে বাংলা টাইগার্স মাত্র ৭২ রান তুলে। আজ তারা হেরেছে ৯ উইকেটে। সাকিব বল করেছিলেন ১টি, সেটিতেও বড় ছক্কা মেরেছেন পুরান। সেই ছক্কাতে দলের জয় নিশ্চিত করেন এই বাঁহাতি।

এদিন টি-টেনের দুই ম্যাচে একটিতে ১২ বলে ১৯ রান, আরেকটিতে ১৯ বলে অপরাজিত ২৯ রান করেন সাকিব। আজকের ম্যাচগুলোতে টি-টেনসুলভ ব্যাটিংটা করতে পারেননি তিনি।

এদিকে এখন পর্যন্ত ৬ ম্যাচে সাকিবের দলের জয় মাত্র ২টিতে।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব গলের হয়ে বল করলেন না, হারলেন ম্যাচ
রাতে মাঠে নামছেন সাকিব, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
যে কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে নিষিদ্ধ করল আইসিসি 
টানা তিন হারে টুর্নামেন্ট শেষ করল বাংলা টাইগার্স