• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ১৯:১১
বাংলাদেশ-আফগানিস্তান
ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ দিয়ে দুবাইতে পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। উদ্বোধনী ম্যাচে আফগানদের ৪৫ রানের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে জুনিয়র টাইগাররা। সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছে অধিনায়ক অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

শুক্রবার (২৯ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৮৩ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। এতে ৪৫ রানের জয় পেয়েছে জুনিয়র টাইগাররা।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দেখে শুনে খেলছিলেন দুই আফগান ওপেনার মাহবুব খান এবং উজাইর খান। কিন্তু ইনিংস বড় করতে পারেননি দুজনেরই কেউই। উজাইর ৮ রান করে আউট হলে ১৬ রান করে তাকে সঙ্গ দেন মাহবুব।

তৃতীয় উইকেটে নাসির খানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ফায়সাল খান। নিজের ফিফটি পূরণের পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি ফায়সাল। ৫৮ রান করেন তিনি। এরপর ৬০ বলে ৩৪ রান করে সতীর্থের দেখা পথ অনুসরণ করেন নাসির।

এদিন ইনিংস বড় করতে পারেননি নাজিফউল্লাহ আমিরিও। ১৯ বলে ১৭ রান করে এই ব্যাটার আউট হলে উইকেট মিছিল শুরু করেন বারাকাতুল্লাহ ইব্রাহিমজাই (১৯), হামজা খান (৫), খাতির স্তানিকজাই (৩) এবং আব্দুল আজিজ (৫) ।

এতে ১৭৯ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানিস্তান। ৪৮তম ওভারে আল্লাহ গাজানফার রান আউট হলে ১৮৩ রানে গুঁটিয়ে যায় আফগানিস্তান। এতে ৪৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে আল ফাহাদ এবং ইকবাল হোসেন ৩টি করে উইকেট শিকার করেন। এ ছাড়া মারুফ মৃধা দুটি এবং রাফি নেন এক উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জুনিয়র টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন টাইগার ওপেনার জাওয়াদ আবরার। তবে তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন অধিনায়ক আজিজ হাকিম তামিম।

আর এই ব্যাটকে সঙ্গ নিয়ে ফিফটি তুলে নেন আরেক ওপেনার কালাম সিদ্দিকি। ১১০ বলে ৬৬ রান করে আউট হন কালাম। ৬ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন দেবাষীশ দেবা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান তামিম।

১৫ বলে ১০ রান করে শিহাব জেমস আউট হলেও ১৩২ বলে সেঞ্চুরি তুলে নেন তামিম। কিন্তু পরের বলেই ক্যাচ আউট হন বাংলাদেশ অধিনায়ক।

শেষ দিকে ফারিদ (১০) এবং মারফ মৃধা শূন্য রানে আউট হলে রাফির অপরাজিত ১১ রানে ভর করে ২২৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছিল বাংলাদেশ।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন অভিমুখে হেফাজতের লংমার্চের ডাক
বাংলাদেশ নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির
সিরিজ রক্ষার মিশনে শনিবার মাঠে নামবে বাংলাদেশ
‘উগ্র রাজনৈতিক সংগঠন বিজেপি বাংলাদেশে সম্প্রীতি নষ্ট করতে চায়’