• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ম্যাচসেরা হয়ে যা বললেন তাইজুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৪:০৪
তাইজুল
ছবি- বিসিবি

দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়েছে বাংলাদেশ দল। যেখানে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের গুরুত্বপূর্ণ পাঁচ শিকার করে দলকে জয় উপহার দিয়েছেন এই টাইগার স্পিনার। এতে ম্যাচসেরাও হয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ম্যাচ শেষে তার বোলিং নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি। এ ছাড়াও দলের চাহিদা পূরণ করতে পেরে খুশি এই বাঁহাতি স্পিনার।

তাইজুলের ভাষ্য, দলের যে চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পেরেছি। চতুর্থ ইনিংসে যখন বোলিং করতে এসেছি, আমার ওপরে দলের একটা বড় চাওয়া ছিল। আলহামদুলিল্লাহ তা করতে সফল হয়েছি। ভালো লাগছে।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই জয় নিয়ে তিনি বলেন, এই জয়টা এসেছে অপরিচিত কন্ডিশনে। সবাই চেষ্টা করেছে, ছেলেরা জয় পেতে নিজেদের উজাড় করে দিয়েছিল। বর্তমানে আমাদের যে পেস ও স্পিন আক্রমণ আছে , আমরা খুব ভালো খেলছি। সবাই ভালো ছন্দে আছে। আমরা যেকোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষে লড়তে পারি।

দ্বিতীয় ইনিংসে বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে যেমন ভুগিয়েছেন তাইজুল, পরে ব্যাট হাতেও আকড়ে থেকে দলের শক্তিতে বাড়তি মাত্রা যোগ করেছেন। ব্যাটিংয়ে নেমে জাকের আলীর সঙ্গে জুটি গড়েছেন। লম্বা সময় ক্রিজে লড়াই চালিয়ে যাওয়া ৯১ রানের ইনিংস খেলা জাকেরকে সঙ্গ দিয়েছেন এই ম্যাচ সেরা।

আরটিভি/এমএম/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি রোগী বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো ভারতীয় ব্যবসায়ীরা
বাংলাদেশের যেকোনো প্রয়োজনে সৌদি আরব পাশে থাকবে: রাষ্ট্রদূত
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ২ পদক
ভারতীয় মিডিয়ায় মনগড়া খবর প্রচারে বিএফইউজে-ডিইউজের উদ্বেগ