প্রিমিয়ার ফুটবল লিগে টানা দুই ম্যাচে জয় পেয়েছে আবাহনী। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার (৭ ডিসেম্বর) সুমন রেজার গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে ১-০ তে হারিয়েছে আকাশী জার্সিধারীরা।
প্রথম ম্যাচে আবাহনী ফকিরেরপুল ইয়ং মেন্সকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করে। এদিন শুরু থেকেই বল নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য দেখায় আবাহনী। তবে প্রথমার্ধে বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও জালে বল জড়াতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় অভিজাত পারার দলটি। এর ধারাবাহিকতায় ম্যাচের ৫৮ মিনিটে হেড করে দলকে এগিয়ে দেন সুমন রেজা। এই লিডেই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে আবাহনী।
মৌসুমে শুরুর দুই ম্যাচ জিতে তৃতীয় স্থানে আছে আকাশী জার্সিধারীরা। দুই রাউন্ড শেষে তিনটি দলের সমান ৬ পয়েন্ট। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে মোহামেডান। দুইয়ে রহমতগঞ্জ।
দিনের অন্য ম্যাচে আল আমিনের জোড়া গোলে ফকিরেরপুলকে ৪-১ এ হারিয়েছে বাংলাদেশ পুলিশ। অন্য গোল দুটি করেছেন জয়ন্ত কুমার রায় এবং মানিক হোসেন মোল্লা। ফকিরেরপুলের একমাত্র গোলটি করেছেন উজবেকিস্তানের ফুটবলের আকবির তুরায়েভ।
আরেক ম্যাচে ফর্টিস এফসির সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। ফর্টিসের হয়ে গোল করেন ওমার বাবু। ব্রাদার্সের হয়ে গোল করেন গাম্বিয়ার ফুটবলার জাকারিয়া।
আরটিভি/এমএম