• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

জুনিয়র মহিলা এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ৮ গোলে হারিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:২৯

ওমানের মাসকাটে জুনিয়র মহিলা এশিয়া কাপে স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।

এ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নবম স্থান অর্জন করে তাদের প্রথম জুনিয়র এশিয়া কাপ অভিযান শেষ করল।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের জুনিয়র নারী হকি দল। প্রথম কোয়ার্টারে একটি মাত্র গোল পায় বাংলাদেশ নারীরা। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে ব্যবধান ৩-০ তে থেকে বিরতিতে যায় তারা। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে দুটি এবং শেষ কোয়ার্টারে তিনটি গোল করে বাংলাদেশ।

ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আইরিন রিয়া। বাংলাদেশ নারী হকি দলের জন্য এটি ছিল প্রথম জুনিয়র এশিয়া কাপ। গ্রুপ পর্বে তারা চারটি ম্যাচেই হারে। এশিয়া কাপে মোট ৪০ গোল হজম করে নারী হকি দল। বিপরীতে মাত্র দুটি গোল করতে সক্ষম হয় তারা।

গ্রুপ পর্বের ব্যর্থতার পর নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয় পায় তারা।জুনে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পায়।

আরটিভি/ এমএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংখ্যালঘুদের পৃথক নির্বাচন ব্যবস্থার প্রবর্তনের দাবি
মাথাপিছু জিডিপিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
বাসযোগ্য-উপভোগ্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব: তারেক রহমান
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারব: সৌম্য