• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ভায়েকানোর বিপক্ষে ড্র করে শীর্ষস্থানের সুযোগ হারিয়েছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৬

ভায়েকানোর মাঠে দুই গোলে পিছিয়ে পড়ার প্রথমার্ধেই সমতা ফেরে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে এগিয়েও ছিল স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা। রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ সমতায় ফেরে রায়ো ভায়েকানো। তাতে লা লিগার শীর্ষ যাওয়ার সুযোগ বঞ্চিত হলো কার্লো আনচেলত্তির দল।

রায়ো ভায়েকানোর মাঠে অতিথি হয়ে আসা রিয়াল মাদ্রিদকে ম‍্যাচের শুরুতে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। তবে চতুর্থ মিনিটে হোর্হে দে ফ্রুতোসের ক্রস থেকে পাওয়া বল লোপেসের হেড রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ারকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

একাদশ মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করার সুযোগ হারান এই স্প‍্যানিশ ফরোয়ার্ড দে ফ্রুতোস। বক্সের ভেতর বল পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।

৩৩তম মিনিটে ব‍্যবধান প্রায় বাড়িয়েই ফেলেছিলেন পাথি সিস। সেনেগালের এই মিডফিল্ডার দে ফ্রুতোসের পাস থেকে পেয়ে যান বল। তার জোরালো শট বারের ওপর দিয়ে বেরিয়ে যায় বল।

৩৪ মিনিটে সমতায় ফেরানোর সুযোগ নষ্ট করে রিয়াল। লুকাস ভাসকেসের ক্রসে আর্দা গিলের পা ছুঁলেও পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

ম্যাচের ৩৬তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন ঘানার ডিফেন্ডার মুমিন। পালাসনের কর্নার থেকে পাওয়া বল হেডে জাল খুঁজে নেন তিনি ।

দুই গোলে পিছিয়ে পড়া ভালভের্দের গোলে ব‍্যবধান কমায় রিয়াল। ডি বক্সের বাইরে থেকে নেয়া উরুগুয়ের মিডফিল্ডারের শট নাগাল পাননি ভায়েকানোর গোলরক্ষক অগাস্তো বাতায়া।

আক্রমণে স্বাগতিকদের চেপে ধরা স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা সমতা ফেরায় ৪৫তম মিনিটে। রদ্রিগোর ক্রস হেড করে জালের ঠিকানা খুঁজে নেন বেলিংহ‍্যাম। এ গোলেই সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ভায়েকানোকে চেপে ধরে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা। ৫২তম মিনিটে জালে বল পাঠান গিলের। তবে অফসাইডের ফাঁদে গোল বঞ্চিত হয় তারা।

চার মিনিট পর এগিয়ে যায় রিয়াল। ডি বক্সের বাইরে বল পেয়ে জোরাল শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ভায়েকানোর এক ডিফেন্ডারের পায়ে লেগে জড়ায় জালে।

ম্যাচের ৬৪তম মিনিটে সমতা ফিরিয়ে রিয়ালকে হতাশায় ডুবায় স্বাগতিকরা। ফ্লোখিয়ঁ লুজনের ফ্রি কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। তিনি ডি বক্সে বল বাড়ালে ফিনিসিং দেন পালাসন।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু ফ্রান গার্সিয়ার ক্রসে ভিনিউসিউসের হেডে গোলমুখে বল গেলেও সফরকারীদের কেউ পা ছোঁয়াতে পারেননি। সমতা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। যেটি তাদের এনে দেয় ১ পয়েন্ট।

১৭ ম‍্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই আছে রিয়াল। সমান ম‍্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। নিজেদের পরের ম‍্যাচে আতলেতিকো মাদ্রিদ জিতলে তিনে নেমে যেতে হবে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের।

আরটিভি/এমএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোল, শেষ আটে রিয়াল মাদ্রিদ
ক্লাবের মালিকানা কেনার পথে হাঁটছেন ভিনিসিয়ুস
সৌদি আরবে গিয়ে উত্ত্যক্তের শিকার ফুটবলারের স্ত্রী
মায়োর্কাকে হারিয়ে ফাইনালে বার্সেলোনার মুখোমুখি রিয়াল মাদ্রিদ