• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

ডার্বি ম্যাচে শেষ মুহূর্তের ২ গোলে ইউনাইটেডের কাছে হারল সিটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:২০
ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে তিরে এসে তরী ডুবল ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের কাছে শেষ সময়ের গোলে জয় বঞ্চিত হয় তারা। রোববার (১৫ ডিসেম্বর) ঘরের মাঠে ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইউনাইটেড।

ডার্বি ম্যাচে জয়ের খুব কাছা কাছিই ছিল সিটি। ইয়োশকো ভার্দিওলের গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল সিটিজেনরা। মনে হচ্ছিল ইংলিশ চ‍্যাম্পিয়নরা পেতে যাচ্ছে ৩ পয়েন্ট। ৮৭তম মিনিটে ব্রুনো ফের্নান্দেস সমতা ফেরানোর পর আমাদ দিয়ালোর গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে হুবেন আমুরির দল।

তিন মিনিটের মধ‍্যে দুই গোল করে হারিয়ে দিল পেপ গুয়ার্দিওলার দলকে। ভীষণ বাজে সময়ের মধ‍্য দিয়ে যাওয়া সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে এটি সিটির অষ্টম হার।

ইতিহাদ স্টেডিয়ামে শুরুটায় ঢিমেতালে ছিল দুই দলের খেলা। কেউই তেমন কোনেও সুযোগ তৈরি করতে পারছিল না। ম্যাচের ৩৭তম মিনিটে এগিয়ে যায় সিটি। কর্নার থেকে বল পেয়ে ডি বক্সে ক্রস করেন কেভিন ডে ব্রুইনে। দারুণ হেডে জাল খুঁজে নেন ক্রোয়েট ডিফেন্ডার ভার্দিওল।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব‍্যবধান বাড়ানোর সম্ভাবনা জাগান ফোডেন। তবে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা।

দ্বিতীয়ার্ধে চেপে ধরার চেষ্টায় ছিল রেড ডেভিলসরা। ৬২তম মিনিটে ফের্নান্দেসের ক্রসে দিয়ালোর হেড ফেরান সিটি গোলরক্ষক এদেরসন। ১২ মিনিট পর পর্তুগিজ মিডফিল্ডার ফের্নান্দেসের শট লক্ষ‍্যে রাখতে পারেননি ।

পরে ডি বক্সে ইউনাইটেডের দিয়ালোকে ফাউল করে বসেন সিটির মাথেউস নুনেস। এই সুযোগেই ৮৮তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান ইউনাইটেড অধিনায়ক ফের্নান্দেস।

দুই মিনিট পর এগিয়ে যায় তারা। লিসান্দ্রো মার্তিনেসর থ্রু থেকে বল ধরে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন দিয়ালো। এতে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হুবেন আমুরির দল ইউনাইটেড।

১৬ ম‍্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগে আপাতত পঞ্চম স্থানে আছে সিটি। সমান ম‍্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে উঠে এসেছে ইউনাইটেড। ১৫ ম‍্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

আরটিভি/এমএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার মিরপুরে মাঝরাতে তাসরিফের সামনে ফিল্মি স্টাইলে ছিনতাই
গোপন কারাগারের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা: আইসিটির চিফ প্রসিকিউটর 
ম্যানসিটিকে হারিয়ে নকআউটের পথে জুভেন্টাস
জুভেন্টাস-ম্যানচেস্টার সিটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা