এনসিএল টি-টোয়েন্টি
চট্টগ্রামকে কাঁদিয়ে সেমিফাইনালে খুলনা
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম বিভাগের মুখোমুখি হয়েছিল খুলনা। এই ম্যাচে বন্দরনগরীর দলটিকে ৭ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল।
শনিবার (২১ ডিসেম্বর) আগে ব্যাট করে চট্টগ্রামকে ১৪৭ রানের লক্ষ্য দিয়েছিল খুলনা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে পারে ইয়াসির আলীরা। এতে ৭ রানে জয় পায় খুলনা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৬৪ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম তবে নাইম হাসানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ইয়াসির আলী চৌধুরী। ১৭তম ওভারে ২৭ বলে ৩৭ রান করে ক্যাচ আউট হলে ম্যাচ থেকে ছিটকে পড়ে চট্টগ্রাম।
শেষ পর্যন্ত নাইমের ২৭ বলের অপরাজিত ৩৪ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে পারে চট্টগ্রাম। এতে ৭ রানের জয় পায় খুলনা।
খুলনার হয়ে মেহেদী হাসান রানা ও মাসুম খান টুটুল দুটি করে উইকেট শিকার করেন। আর নাহিদুল ইসলাম নেন দুই উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও ১৪৬ রানের লড়াকু পুঁজি পায় খুলনা। দলের সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক সোহান। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
আরটিভি/এসআর
মন্তব্য করুন