ইনজুরিতে তিন মাস মাঠের বাইরে স্টোকস, জানুয়ারিতে অস্ত্রোপচার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ০৬:০৪ পিএম


ইনজুরিতে তিন মাস মাঠের বাইরে স্টোকস, জানুয়ারিতে অস্ত্রোপচার
ছবি- ইএসপিএন

বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আবারও মাঠের বাইরে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। নিউজিল্যান্ড সফরের শেষ টেস্টের তৃতীয় দিনে বোলিং করার সময় নতুন করে চোট পান স্টোকস। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে এটি তার এ বছর দ্বিতীয়বারের মতো চোট। গত আগস্টে দ্য হানড্রেডে খেলার সময় প্রথমবার একই চোটে পড়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

এই চোটের কারণে অন্তত তিন মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাকে। ২০২৫ এর জানুয়ারিতে স্টোকসের বাঁ পায়ে অস্ত্রোপচার হবে বলে জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।  

ইসিবি এক বিবৃতিতে জানায়, ‘পরীক্ষায় নিশ্চিত হয়েছে, বেন স্টোকসের বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। জানুয়ারিতে অস্ত্রোপচারের পর তাকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে স্টোকস নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘একটা বাধা পেরিয়ে সামনে এগোতে হবে। আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে। দলের জন্য আরও রক্ত, ঘাম, এবং অশ্রু ঝরাতে প্রস্তুত। মাঠে ফেরার অপেক্ষায় আছি।’

স্টোকসের এই চোট ইংল্যান্ড টেস্ট দলে তেমন প্রভাব ফেলবে না। কারণ মে মাসের আগে কোনো টেস্ট ম্যাচ নেই দলটির। তবে চোটের কারণে আসন্ন ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ওয়ানডে দলে স্টোকসকে বিবেচনা করা হয়নি।  

এছাড়াও এই চোটের কারণে দক্ষিণ আফ্রিকার এসএটোয়েন্টি লিগে এমআই কেপটাউনেও থাকবেন না বেন স্টোকস। তবে চোট কাটিয়ে আগামী বছরের মাঝামাঝিতে টেস্ট দলে ফিরতে পারেন তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission