ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

উইকেট টেকিংয়ে মেলবোর্নে বুমরাহর বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪ , ০৪:০২ পিএম


loading/img
ছবি- ইএসপিএন

টেস্টে ভারতের হয়ে ইতিহাস গড়লেন জাসপ্রিত বুমরাহ। মেলবোর্নে ভারতের টেস্ট ইতিহাসে বলের হিসেবে দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ড করেছেন তিনি। এরআগে ভারতীয় বোলার হিসেবে মোহাম্মদ শামির দখলে ছিল এই রেকর্ড। এছাড়া বিশ্ব ক্রিকেটে বলের হিসেবে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে এই কীর্তিতে নাম লিখিয়েছেন বুমরাহ।

বিজ্ঞাপন

উইকেট টেকিংয়ে ডাবল সেঞ্চুরি করতে ৮ হাজার ৪৮৪টি বল খরচ করেছেন বুমরাহ। এর আগে এই মাইলফলক স্পর্শ করার রেকর্ডটি নিজের করতে শামি করেছেন ৯ হাজার ৮৯৬টি ডেলিভারি।

বিশ্ব ক্রিকেটে বলের সংখ্যা হিসেবে ৭ হাজার ৭২৫ বল করে দ্রুততম ২০০ উইকেট শিকারে বুমরাহের আগে আছেন পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিস। এরপরে আছেন ৭৮৪৮ বলে দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও আরেক দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা আছেন ৮১৫৪ বলে।

বিজ্ঞাপন

মেলবোর্নে অবশ্য সর্বনিম্ন গড়ে বিশ্বরেকর্ডও করেছেন বুমরাহ। টেস্ট ইতিহাসের সর্বনিম্ন গড়ে ২০০ উইকেট শিকার করেছেন তিনি। বোলিং গড় ২০ এর কম (১৯.৫৬) রেখে ২০০ উইকেট শিকার করা একমাত্র বোলার এখন বুমরাহ।

এর আগে সর্বনিম্ন ২০.৯৪ গড়ে বোলিং করে ২০০ উইকেট শিকারের রেকর্ড করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার ম্যালকম মার্শাল। এই তালিকায় থাকা পরের দুজনও ক্যারিবিয়ান; জোয়েল গার্নার (২০.৯৭) ও কার্টলি এমব্রুস (২০.৯৯)।

মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে ট্রাভিস হেডকে আউট করে টেস্ট ক্যারিয়ারের ২০০ উইকেট পূর্ণ করেন বুমরাহ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডকে ১ রানে আউট করেন ভারতীয় এই ডানহাতি পেসার। ইনিংসে এটি ছিল বুমরাহর দ্বিতীয় উইকেট।

বিজ্ঞাপন

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |