মেলবোর্নে ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া
সফরকারী ভারতকে ১৫৫ রানে অলআউট করে ১৮৪ রানের দারুণ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। মেলবোর্নে এই জয়ে বোর্ডার–গাভাস্কার সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল কামিন্সের দল। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) ৩৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত স্কোরবোর্ডে ৩৩ রান করতেই ৩ উইকেট হারায় সফরকারী ভারত। পরে চা–বিরতি পর্যন্তও ছিল স্বস্তিতে, তখন ভারতের ৩ উইকেটে ১১২ রান। দ্বিতীয় সেশনে যশস্বী জয়সোয়াল ও ঋষভ পান্তের ৭৯ রানের জুটি অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের চোখেমুখে হতাশাটা স্পষ্টভাবে ফুটি ওঠে। কিন্তু চা–বিরতির পর শেষ সেশনে ভারতের ড্রয়ের ভাবনা ছিনিয়ে রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচটা জিতে নিল অস্ট্রেলিয়া।
পার্ট–টাইম স্পিনার ট্রাভিস হেডকে শেষ সেশনে নিয়ে এসে চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। শেষ সেশনে পঞ্চম ওভারে হেডের খাটো লেংথের বল মারতে গিয়ে আউট পান্ত। ১০৪ বলে তার ৩০ রানের ইনিংস শেষ হওয়ায় চতুর্থ উইকেটে ৮৮ রানের জুটিও ভাঙায় অস্ট্রেলিয়ার খুলে যায় জয়ের দুয়ার।
১২১ রানে ৪ উইকেট হারানো ভারত এরপর মাত্র ৩৪ রানে হারিয়েছে বাকি ৬ উইকেট।
পান্ত আউট হওয়ার তিন ওভার পরই মাত্র সাত বলের মধ্যে আরও ২টি উইকেট হারায় ভারত। চা বিরতির পর মাত্র ৯.২ ওভারের মধ্যে ১৮ রানে সব মিলিয়ে আরও ৩ উইকেট হারিয়ে ভারত তখন মহাবিপদে। তবু আশা টিকে ছিল জয়সোয়ালে।
২০৮ বলে ৮৪ রান করা সেই জয়সোয়ালেকে ফিরতে হয়েছে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরফুদ্দৌলার সাহসী এক সিদ্ধান্তে।
১৭ বল খেলা আকাশ দীপ বোল্যান্ডের বলে শর্ট লেগে হেডকে ক্যাচ দিয়ে ফেরেন। এক ওভার পর বোল্যান্ডের বলে বুমরাও শূন্য রানে ফেরেন স্লিপে স্টিভেন স্মিথকে ক্যাচ দিয়ে।
লায়ন বোলিংয়ে আসা মাত্রই সব ফিল্ডারকে দুই পাশেই ছাতার মতো সাজিয়ে ব্যাটসম্যানদের ঘিরে ধরে অস্ট্রেলিয়া। মোহাম্মদ সিরাজ মাত্র ২ বল ফেস করে ডাক মারেন লায়নের বলে। শেষ পর্যন্ত ৩৬৯ রানে থামে ভারতের দ্বিতীয় ইনিংস। কামিন্স, বোল্যান্ড ও হেড প্রত্যেকে ৩টি করে উইকেট পান। এর আগে বক্সিং ডেতে শুরু হওয়া ম্যাচে স্মিথের ১৪০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪৭৪ রান করে অস্ট্রেলিয়া। জবাবে নিতিশ কুমার রেড্ডির ১১৪ রানের সুবাদে ৩৬৯ রান করে ভারত। অজিরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩৪ রান করলে ৩৪০ রানের লক্ষ্য পায় রোহিত শর্মার দল।
আরটিভি/এমএম
মন্তব্য করুন