• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

হামজাদের হারিয়ে বছর শেষ করল ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:০৩
ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জিতে ২০২৪ সাল শেষ করল ম্যানচেস্টার সিটি। সিটিজেন্সদের ডাগআউটে পেপ গার্দিওলার ৫০০তম ম্যাচটায় জয় পেয়েছে তার দল। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি সিটির দ্বিতীয় জয়। এই জয়ে দুই ধাপ এগিয়ে টেবিলে পাঁচে উঠে এসেছে তারা। সংগ্রহ ৩১ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে ১১ পয়েন্টে।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে লেস্টার ম্যাচের আগের ১৩ ম্যাচে মাত্র ১ জয় ছিল ম্যানসিটির। ৯ হারের সঙ্গে ছিল ৩টি ড্র। ২১ মিনিটে সাভিনিওর গোলে এগিয়ে যাওয়ার পর ৭৪ মিনিটের ব্যবধান বাড়িয়েছেন আর্লিং হাল্যান্ড। বাংলাদেশের হামজা ম্যাচের ৭০ মিনিটে বদলি নেমে খেলেছেন বাকি সময়টা।

ম্যাচের ২১ মিনিটে ফিল ফোডেনের শট ড্যানি ওয়ার্ড গ্রিপ করতে ব্যর্থ হন। ফিরতি বলে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা সাভিনিও। ম্যাচে এরপর সিটির চেয়ে লেস্টারই সুযোগ পেয়েছে বেশি। একবার গোলবার থেকেও ফেরত এসেছে তাদের আক্রমণ।

আর ম্যাচের ৭৪ মিনিটে সাভিনিওর ক্রস থেকেই হেডে গোল করেছেন হাল্যান্ড। প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর গোল পেলেন এই নরওয়ের তারকা। ম্যাচের ৭৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লেস্টারের মিডফিল্ডার হামজা চৌধুরী। ম্যাচের একেবারে শেষ দিকে হামজা চৌধুরী নিখুঁত ক্রস ফেলেছিলেন জেমি ভার্ডির সামনে। অভিজ্ঞ ইংলিশ তারকা অবশ্য গোল পাননি।

লিগে এ নিয়ে সর্বশেষ চার ম্যাচেই হারল লেস্টার। আজকের হারে অবনমন অঞ্চলে থাকা দলটি ১৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৮ নম্বরে অবস্থান করছে।

দিনের অন্য ম্যাচে এভারটনকে ২–০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে নটিংহাম ফরেস্ট। টটেনহাম নিজেদের মাঠে উলভারহ্যাম্পটনের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে। ফুলহাম–বোর্নমাউথ ম্যাচটিও শেষ হয়েছে ২–২ সমতায়।

আরটিভি/এমএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজ মাঠে চেলসিকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো ইপসউইচ
ঘরের মাঠে লজ্জার হার ম্যানইউর, অবনমন শঙ্কায় রেড ডেভিল
টিভিতে আজকের খেলা
অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টসহ টিভিতে আজকের খেলা