ঘরের মাঠে ফুলহ্যামের কাছে হারের রেশ কাটতে না কাটতেই এবার ইপসউইচ টাউনের বিপক্ষে অপ্রত্যাশিত এক পরাজয় দেখলো চেলসি।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে প্রিমিয়ার লিগে ইপসউইচ টাউনের মাঠ থেকে ২-০ গোলের হার নিয়ে ফিরেছে ব্লুজরা। ১৯৯৩ সালের পর এই প্রথম ইপসউইচের কাছে হারলো চেলসি। শুধু ৩১ বছরের আক্ষেপ ঘুচানো নয়, ইপসউইচের ঘরের মাঠে ২২ বছরে এটি প্রথম জয়।
১২তম মিনিটে লিয়াম ডেলাপের পেনাল্টি থেকে গোল দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে সাবেক চেলসি তারকা ওমারি হাচিনসন গোল করে বহু ব্যবধান বাড়িয়ে দেন। এই জয়ে পয়েন্ট তালিকায় ১৮তম স্থানে উঠে এসেছে দলটি।
স্কাই স্পোর্টসকে ইপসউইচের কোচ কিয়েরান ম্যাককেনা বলেন, ‘ক্লাব, খেলোয়াড় এবং ভক্তদের জন্য এটি একটি বিশেষ রাত। ২২ বছরে প্রিমিয়ার লিগে পোর্টম্যান রোডে প্রথম হোম জয় এবং চেলসির বিপক্ষে এটি অর্জন করা ছিল অসাধারণ।’
ম্যাচটিতে জয় পেলে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে যেতো তারা। এখন ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পড়ে রয়েছে চারেই।
আরটিভি/এমএম/এস