• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

নতুন বছরে যে পাঁচটি চ্যালেঞ্জ মেসির সামনে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ১২:৪৪
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

সাফল্যে গাঁথা একটি বছর শেষ করেছেন ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত খেলোয়াড় লিওনেল মেসি। কোপা আমেরিকার শিরোপা জয়, সকার লিগের সেরা খেলোয়াড় এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে রেখে বছর শেষ করেছেন তিনি।

তাই নিশ্চিতভাবেই নতুন বছরটাও সাফল্য দিয়ে রাঙাতে চাইবেন এই কিংবদন্তি ফুটবলার। তবে তার সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। আসুন একনজরে দেখে নিই ২০২৫ সালে মেসির সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে।

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্ব

২০২৫ সালে আর্জেন্টিনার কোনো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা না থাকলেও ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে। আর্জেন্টিনার বাছাইপর্ব পেরোনোর পথে মেসির পারফরম্যান্স ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বছর বিশ্বকাপ বাছাইয়ে মোট ৬টি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। যেখানে দুটি ম্যাচে জয় পেলেও বিশ্বকাপের টিকিটে নিশ্চিত করবে তারা।

লিগস কাপের শিরোপা ধরে রাখা

মেসির অসাধারণ পারফরম্যান্সের ওপর ভর করে ২০২৩ সালে ইন্টার মায়ামি লিগস কাপের শিরোপা জিতেছিল। এবারও তাদের একই প্রতিযোগিতায় লিগা এমএক্স-এর সেরা দলের মুখোমুখি হতে হবে। শিরোপা ধরে রাখতে পারলে এটি দলের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

ক্লাব বিশ্বকাপে সাফল্যের স্বপ্ন

২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টে স্বাগতিক হিসেবে অংশ নেবে ইন্টার মায়ামি। তাই মেসির জন্য এটি এক বিরল সুযোগ। এই শিরোপা জিততে পারলে তা শুধু মেসির ক্যারিয়ারে নতুন পালকই যোগ করবে না, বরং যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলের ইতিহাসেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

মেজর লিগ সকার কাপ জেতার লক্ষ্য

সদ্য শেষ হওয়া বছরে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে প্লে-অফ থেকে বিদায় নেয় ইন্টার মায়ামি। তাই নতুন বছরে মেসি ও তার ক্লাব ইন্টার মায়ামির প্রধান লক্ষ্য মেজর লিগ সকার (এমএলএস) কাপ জেতা। ক্লাবটি ইতিমধ্যে প্রধান কোচ হিসেবে মেসির আর্জেন্টাইন সতীর্থ হাভিয়ের মাচেরানোকে নিয়োগ দিয়েছে। তাদের লক্ষ্য এবার শুধু ফাইনালে ওঠা নয়, শিরোপা জেতা।

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ জয়

আঞ্চলিক এই প্রতিযোগিতায় ইন্টার মায়ামি ২০২৪ সালে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে। এবার মেসির নেতৃত্বে প্রথম এমএলএস ক্লাব হিসেবে আন্তর্জাতিক শিরোপা জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা। তবে এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের জন্য মেসির পুরোপুরি ফিট থাকা খুবই জরুরি।

অতিরিক্ত চ্যালেঞ্জ: বয়স ও ফিটনেস

২০২৫ সালে মেসি ৩৮ বছরে পা দেবেন। বয়সের সঙ্গে তার শারীরিক সক্ষমতা ধরে রাখা এবং মাঠে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখা চ্যালেঞ্জিং হবে। তবে তার ক্যারিয়ারজুড়ে যে প্রতিশ্রুতি ও সামর্থ্যের প্রমাণ তিনি দিয়েছেন, তাতে তার ভক্তরা এখনও আশাবাদী।

ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে মেসি। তার এই অধ্যায় যত দিন চলবে, তত দিন তার খেলা উপভোগ করতে মুখিয়ে থাকবেন ভক্ত-সমর্থকেরা। নতুন বছরে মেসি তার ক্যারিয়ারের শেষ অধ্যায়টিকে কীভাবে রাঙাবেন, সেটিই দেখার বিষয়।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এভারেস্টের চূড়ায় মেসি, ছবিটি নিয়ে যা জানা গেল
দশজন নিয়েই আবাহনীকে উড়িয়ে দিলো মোহামেডান
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন মেসি
থিসারার ঝোড়ো সেঞ্চুরির পরও হ্যাটট্রিক হার ঢাকার, খুলনার দ্বিতীয় জয়