সিডনি টেস্টে না খেলার কারণ জানালেন রোহিত
অস্ট্রেলিয়া বিপক্ষে টেস্ট সিরিজ হারের দ্বারপ্রান্তে ভারত। টানা ব্যর্থতায় সিডনি টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। যার ফলে সমালোচকদের অনেকেই মনে করেছেন টেস্টে ক্যারিয়ার শেষ হয়ে গেছে এই মারকুটে ব্যাটারের। তবে টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির সময় সমালোচকদের এক হাত নিলেন রোহিত।
শনিবার (৪ জানুয়ারি) ফক্স স্পোর্টসকে ভারতীয় অধিনায়ক বলেন, মাইক্রোফোনে কে কী বললেন বা কলম, ল্যাপটপে কারও লেখায় তো জীবন বদলে যাবে না। আমাদের কখন অবসর নিতে হবে, বসে যেতে হবে এবং নেতৃত্ব দিতে হবে তারা সিদ্ধান্ত নেবেন না। আমি বুদ্ধিমান একজন মানুষ। দুই সন্তানের বাবা। আমার জীবনে কী দরকার, সেটা জানি।
বর্ডার-গাভাস্কার সিরিজের তিন টেস্টে খেলেছেন রোহিত। পাঁচ ইনিংসে ব্যাটিং করে ৩২ রান করেছেন। সর্বোচ্চ ১০ রান করেছেন। তাই সিডনি টেস্টে রোহিত না খেলায় ভারতীয় সংবাদমাধ্যমে তার টেস্ট ক্যারিয়ারের ইতি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে।
অবসর নিয়ে তিনি বলেন, এই সিদ্ধান্ত অবসরের সিদ্ধান্ত নয়। অথবা আমি খেলা থেকে নিজেকে গুটিয়ে ফেলিনি। ব্যাটে রান আসছে না বলেই আমি বসে গেছি। আগামী পাঁচ অথবা দুই মাসে রান আসবে, এমন কোনো নিশ্চয়তা নেই।
‘প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতিদিন জীবন কীভাবে পরিবর্তন হয়, ক্রিকেটে এটা বহুবার দেখেছি। পরিবর্তন যে আসবেই সে ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। একই সঙ্গে আমাকে বাস্তববাদী হতে হবে।’
রোহিত না থাকায় সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ভারত ১৮৫ রানে অলআউট হয়েছে। লো-স্কোরিং ম্যাচে বোলারদের যখন জ্বলে ওঠার প্রয়োজন, সেটাই হয়েছে। ভারতের আক্রমণাত্মক বোলিংয়ে ১৮১ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়াও।
আরটিভি/এসআর/এস
মন্তব্য করুন