ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ইতালিয়ান সুপার কাপ

প্রত্যাবর্তনের গল্প লিখে অষ্টম শিরোপা জয় এসি মিলানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ , ১১:৫৬ এএম


loading/img
ছবি- এএফপি

ইতালিয়ান সুপার কাপের ফাইনাল রূপ নিয়েছিল মিলান ডার্বিতে। শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নেমেছিল দুই ইতালিয়ান জায়ান্ট এসি মিলান ও ইন্টার মিলাম। এই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শিরোপা ঘরে তুলেছে এসি মিলান। ২০১৬ সালের পর প্রথম ও সব মিলিয়ে ইন্টারের সমান আটবার এই শিরোপা জিতল এসি মিলান। সর্বোচ্চ ৯ বার জয়ের রেকর্ড ইউভেন্তুসের।
 
সোমবার (৬ জানুয়ারি) রাতে সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ও মেহদি তারেমি গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। তবে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় তুলে নেয় এসি মিলান।

বিজ্ঞাপন

এদিন ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যেতে পারত সেমি-ফাইনালে আতালান্তাকে ২-০ গোলে হারানো ইন্টার মিলান। বক্সের বাইরে থেকে ফেদেরিকো দিমার্কোর শট দারুণ নৈপুণ্যে ব্যর্থ করে দেন গোলরক্ষক মাইক মিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে মার্টিনেজের চমৎকার গোলে এগিয়ে যায় ইন্টার। 

দ্রুত নেওয়া থ্রো ইন থেকে আক্রমণে উঠে তারেমি বক্সে খুঁজে পান মার্টিনেজেকে। প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

বিজ্ঞাপন

গতবারের ফাইনালে মার্তিনেসের একমাত্র গোলেই নাপোলিকে হারিয়েছিল ইন্টার। এর আগের দুটি এক ম্যাচের শিরোপা লড়াইয়েও জালের দেখা পেয়েছিলেন তিনি।

দ্বিতীয়ার্ধের মাঠে নেমেই ব্যবধান দ্বিগুণ করেন তারেমি। ৪৭তম মিনিটে নিজেদের অর্ধ থেকে স্টেফান ডে ভ্রেইয়ের উঁচু করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ইরানের ফরোয়ার্ড। চার মিনিট পর থেকে শুরু হয় এসি মিলানের প্রত্যাবর্তনের গল্প।

বক্সের ঠিক বাইরে থেকে চমৎকার নিচু ফ্রি-কিকে ব্যবধান কমান ফরাসি ডিফেন্ডার এরনঁদেজ। ৭১তম মিনিটে কাছ থেকে ইন্টার মিলানের কার্লোস আগুস্তোর হেড পোস্টে লাগার পর গোললাইন থেকে ক্লিয়ার করেন গোলরক্ষক।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে দলকে সমতায় ফেরা পুলিসিক। বাঁ দিক থেকে এরনঁদেজের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে জালে পাঠান যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড। 

আর পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে উল্লাসে মেতে ওঠে এসি মিলান। রাফায়েল লেয়াওয়ের চমৎকার পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ইংলিশ স্ট্রাইকার আব্রাহাম।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |