সৌদি আরবে গিয়ে উত্ত্যক্তের শিকার ফুটবলারের স্ত্রী
স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে সৌদি আরবের কিংস আব্দুল্লাহ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল মায়োর্কা। এই ম্যাচে রিয়ালের কাছে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দলটি। তবে ম্যাচ শেষে স্থানীয় সমর্থকদের দ্বারা উত্ত্যক্তের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে মায়োর্কার দুই ফুটবলারের পরিবারের সদস্যরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম পালাভরা এসপোর্টস আইবি৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান মায়োর্কার মিডফিল্ডার দানি রদ্রিগেজ।
দানি রদ্রিগেজ বলেন, স্টেডিয়াম থেকে বের হওয়া বেশ কঠিন ছিল। আমরা আমাদের পরিবারের সদস্যদের নিয়ে বের হচ্ছিলাম এবং সেখানে কোনো নিরাপত্তা ছিল না। সত্যি বলতে, সেখানকার কয়েকজন পুরুষ সমর্থক আমাদের একদম কাছে এসে ছবি তুলতে শুরু করে এবং তারা হয়রানিও করছিল।
তিনি আরও বলেন, একই ঘটনার শিকার হয়েছে গ্রেইফের স্ত্রী নাতালিও। আমার মেয়ে তখন ঘুমাচ্ছিল। আমরা খুব অস্বস্তি বোধ করছিলাম। আমাদের কোনো সুরক্ষা ছিল না।
এ ছাড়াও মায়োর্কার ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন, স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় প্রায় ২৫০ মানুষ হয়রানির শিকার হয়েছেন। নারীদের অযাচিতভাবে স্পর্শ করা হয়েছে, যা পুরোপুরি অগ্রহণযোগ্য।
এ বিষয়ে গ্রেইফের স্ত্রী নাতালি আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে জানিয়েছেন, স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় পুরুষরা আমাদের মুখে ফোন ঠেকিয়ে ভিডিও করছিল এবং ধাক্কা দিচ্ছিল।
মার্কা ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, রিয়াল মাদ্রিদের জার্সি পরিহিত কয়েকজন পুরুষ সমর্থক মোবাইল ফোন দিয়ে ভিডিও করার পাশাপাশি হাসতে হাসতে তাদের উত্ত্যক্ত করছে।
ঘটনাটি জানার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের নিরাপত্তারক্ষীরা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ জানুয়ারি) স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মার্য়োকাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে লস ব্লাঙ্কোসরা। ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
আরটিভি/এসআর/এস
মন্তব্য করুন