১২ মিনিটে হ্যাটট্রিক করে ইউনাইটেডকে জেতালেন দিয়ালো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ , ১১:০৪ এএম


দিয়ালো
ছবি- এএফপি

কয়েক দিন আগেই আমাদ দিয়ালোর সঙ্গে চুক্তি নবায়ন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোত দি ভোয়ার এই ফুটবলারকে রেখে দিয়ে যে কোনো ভুল করেনি তার প্রমাণ ইতোমধ্যে পেয়েছে। সাউথ্যাম্পটনের বিপক্ষে হ্যাটট্রিক করে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন দিয়ালো।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ওল্ড ট্র্যাফোর্ডে সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ইউনাইটেড। আত্মঘাতী গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল তারা। এরপর শেষ দিকে ১২ মিনিটে তিন গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে উচ্ছ্বাসে ভাসান দুয়ম।

এদিন ২০তম মিনিটে এগিয়ে যাওয়ার নিশ্চিত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। রাসমুস হয়লুনের পাস বক্সে দারুণ পজিশনে পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন গার্নাচো। তার ওই মিস দেখে ডাগআউটে মাথায় হাত উঠে যায় আমুরির, হতাশায় পোস্টে লাথি মারেন হয়লুন।

বিজ্ঞাপন

সাত মিনিট পর উল্টো এগিয়ে যেতে পারতো সাউথ্যাম্পটন; তবে আন্দ্রে ওনানা ডাবল সেভে তা হতে দেননি। তরুণ মিডফিল্ডার টাইলার ডিবলিংয়ে শট ঝাঁপিয়ে আটকানোর পর, ফিরতি বলে মাথেউস ফের্নান্দেসের শটও অসাধারণ ক্ষীপ্রতায় রুখে দেন ক্যামেরুনের গোলরক্ষক।

দুর্ভাগ্যবশত ৪৩তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেনি স্বাগতিকরা। কর্নার থেকে উড়ে আসা বল গোলমুখে ইউনাইটেডের মিডফিল্ডার মানুয়েল উগার্তের পিঠে লেগে জালে জড়ায়। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ভালো কিছু সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু আরেকটি হার চোখ রাঙাচ্ছিল। তারপরই দিয়ালোর আবির্ভাব। নির্ধারিত সময় শেষ হওয়ার সাত মিনিট আগে সমতা ফেরানো গোলে কিছুটা ভাগ্যের ছোঁয়া ছিল।

বিজ্ঞাপন

তবে ৯০তম মিনিটে চমৎকার গোল করেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড। ক্রিস্টিয়ান এরিকসেনের তৈরি করে দেওয়া বলে জাল কাঁপান তিনি। তারপর ইউনাইটেডের জার্সিতে প্রথমবার হ্যাটট্রিকের দেখা পান দিয়ালো। 

ম্যানইউর হয়ে ২২ বছর বয়সীর চেয়ে কম বয়সে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছেন শুধু ওয়েন রুনি (২১)। তৃতীয় খেলোয়াড় হিসেবে লিগে শেষ ১০ মিনিটে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন দিয়ালো। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

ব্যর্থতায় ভরা মৌসুমে এবারের লিগে মাত্র সপ্তম জয় পেল ইউনাইটেড। সেই সঙ্গে পাঁচ ড্রয়ে ২১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠেছে তারা। ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে সাউথ্যাম্পটন।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission