দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ , ০৪:৩১ পিএম


ভারত
ছবি- এএফপি

আর মাত্র এক মাস পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। এই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আইসিসির এই টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার (১৮ জানুয়ারি) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার সিরিজে ব্যর্থ হওয়ার রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলেও চ্যাম্পিয়নস ট্রফিতে এই মারকুটে ওপেনারের উপরেই ভরসা রেখেছে ভারত। তার সহকারী হিসেবে থাকবেন শুভমান গিল। 

চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করা দুই তারকা সাঞ্জু স্যামসন এবং পেসার মোহাম্মদ সিরাজ। দলে ফিরেছেন শ্রেয়াস আইয়ার এবং যশ্বসী জয়সোয়াল। এ ছাড়াও ওয়ানডে বিশ্বকাপে ইনজুরিতে পড়া মোহাম্মদ শামিও দলে ফিরেছেন। 

বিজ্ঞাপন

পেসার বুমরাহ দলে থাকলেও তার খেলা ফিটনেসের ওপর নির্ভর করবে, আর হার্দিক পান্ডিয়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে আছেন। স্পিনারদের মধ্যে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা রয়েছেন।

ভারতের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত ও জাসপ্রীত বুমরাহ।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission