ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বিপিএলের প্লে-অফে তারার মেলা বসাতে যাচ্ছে রংপুর

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ০৬:৫৪ পিএম


loading/img
ছবি-এএফপি

চলমান বিপিএলের ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। দুর্দান্ত পারফরম্যান্স করে টানা আট ম্যাচে জয় তুলে নিয়েছিল সোহানরা। তবে সবশেষ তিন ম্যাচে হারতে হয়েছে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দলটিকে।

বিজ্ঞাপন

মূলত, হেলস যাওয়ার পর কয়েক ম্যাচ জিতলেও ছন্দ ধরে রাখতে পারেনি তারা। এদিকে রংপুরের হয়ে দুর্দান্ত পারফরম করে পাকিস্তান জাতীয় দলে ডাকে পেয়েছেন খুশদিল শাহ। এতে দলের ভারসাম্য হারিয়েছে রংপুর।

তবে প্লে-অফকে সামনে রেখে দলে রীতিমতো তারার মেলা বসাতে যাচ্ছে বসুন্ধরা গ্রুপের দলটি। টিম টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা খ্যাত সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের সঙ্গে চুক্তি করেছে দলটি। এই দুজন ছাড়াও ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড ও আসিফ আলির সঙ্গে চুক্তি করেছে রংপুর।

বিজ্ঞাপন

দলটির বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে এই পাঁচ ক্রিকেটারের সঙ্গে চুক্তি হয়েছে। জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শেষে যে যখন ফ্রি হবে তখনও বিপিএল খেলতে চলে আসবেন।

গ্রুপ পর্বের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে রংপুরের। সুতরাং, প্লে-অফে দেখা যেতে পারে রাসেল-ওয়ার্নারদের।

উল্লেখ্য, নিজেদের ১১তম ম্যাচে আগে ব্যাট করে চিটাগংকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। জবাব দিতে নেমে ১৪ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় চিটাগং।

বিজ্ঞাপন

আরটিভি/ এসআর


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |