চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ও প্লে-অফে উঠল যেসব ক্লাব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০৯:৪৮ এএম


চ্যাম্পিয়ন্স লিগ
ছবি- এএফপি

ক্লাব ফুটবলের সবচেয়ে অভিজাত আসর চ্যাম্পিয়ন্স লিগ। দলের সংখ্যা বাড়িয়ে নতুন আঙ্গিকে মাঠে গড়িয়েছিল এবারের আসর। ৩২ দলের জায়গায় এবারের আসরে দলের সংখ্যা ৩৬টি। যেখানে লিগ পর্ব শেষে চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ও প্লে-অফের ২৪ দল।

বিজ্ঞাপন

পয়েন্ট টেবিলের সেরা আট দল সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে। যার মধ্যে অন্যতম হলো লিভারপুল ও বার্সেলোনা। ৮ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ রয়েছে লিভারপুল। সমান ম্যাচ খেলে ৬ জয় তুলে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাসেলোনা।

শেষ ষোলোর টিকিট পাওয়া দলগুলো: লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, লিল ও অ্যাস্টন ভিলা

বিজ্ঞাপন

শেষ ষোলোর বাকি আট দল আসবে প্লে-অফ খেলে। যেখানে অংশ নিবে পয়েন্ট থেকে ৯ থেকে ২৪ নম্বরের মধ্যে থাকা দলগুলো। প্লে-অফ পর্বে রয়েছে সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল। এ ছাড়াও ম্যানসিটি, বায়ার্ন মিউনিখ, পিএসজির মতো বড় দলগুলো। 

এর ড্র হবে আগামী শুক্রবার (৩১ জানুয়ারি)। আর ম্যাচগুলো হবে ফেব্রুয়ারির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে।

প্লে-অফ নিশ্চিত করেছে যেসব দল: আতালান্তা, বরুশিয়া ডর্টমুন্ড, রেয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি আইন্দহোভেন, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ত, ফেইনুর্ড, ইউভেন্তুস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্তিং লিসবন, ক্লাব ব্রুজ

বিজ্ঞাপন

আর লিগ পর্বে খারাপ করায় বাদ পড়েছে টেবিলের ২৫ থেকে ৩৬ নম্বর পর্যন্ত দলগুলো।

বাদ পড়া দল: দিনামো জাগরেব, স্টুটগার্ট, শাখতার দোনেৎস্ক, বোলেগনা, রেড স্টার বেলগ্রেড, স্টুর্ম গ্রাজ, স্পার্টা প্রাহা, লেইপজিগ, জিরোনা, সালসবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা ও ইয়ং বয়েজ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission