ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নারী ফুটবলারদের বিদ্রোহে তোলপাড়, খতিয়ে দেখতে কমিটি গঠন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ , ১২:৪৯ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ব্রিটিশ কোচ পিটার বাটলার ও সিনিয়র নারী ফুটবলারদের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। প্রমীলা ফুটবলাররা এই কোচের অধীনে অনুশীলন করবেন না এবং ফেডারেশন বাটলারকে রাখলে ফুটবল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ১৫ থেকে ১৭ জন নারী ফুটবলার বাফুফে ভবনের নিচে এ ঘোষণা দেন। নারী ফুটবলারদের এমন অবস্থানের পর আকস্মিক নড়েচড়ে বসেছে বাফুফে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) রাতেই বাফুফের কমিটির জরুরি সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় নারী ফুটবলের উদ্ভূত সংকট নিয়ে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতির সমন্বয়ে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

বাফুফের জরুরি সভা সূত্রে জানা যায়, এই কমিটির ডেপুটি চেয়ারম্যান বাফুফের অন্যতম সহ-সভাপতি ফাহাদ করিম, দুই নির্বাহী সদস্য ছাইদ হাসান কানন ও সাখওয়াত হোসেন ভুইয়া শাহীন। নির্বাহী কমিটির বাইরে পুলিশ কর্মকর্তা কাজী নুসরাত এদিব লুনা এবং আরও দুই সরকারি কর্মকর্তা হুমায়ন খালিদ ও আতিকুর রহমানকে সদস্য করা হয়েছে। তবে তারা দুজন সরকারি কর্মকর্তা হলেও এদের ফুটবলের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে, গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালে কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের বিবাদের বিষয়টি সামনে এসেছিল। তারপরও এই কোচের সঙ্গে লম্বা চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চুক্তি অনুসারে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাবিনাদের কোচ থাকবেন এই ব্রিটিশ কোচ।

কিন্তু কোচ পিটার বাটলারের অধীনে আর খেলতে রাজি নন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়েরা। সে জন্য প্রতিবাদের আওয়াজ তুলেছে তারা। যদি ব্রিটিশ এই কোচকে বহাল রাখে, তবে একযোগে অবসরের ঘোষণা দিয়েছেন ১৮ জন ফুটবলার।

বিজ্ঞাপন

তারা জানিয়েছেন, ‘পিটার বাটলারের অধীনে অনুশীলন করা কিংবা ম্যাচ খেলা তাদের পক্ষে সম্ভব নয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দেশে ফিরলে তার সঙ্গে আলোচনায় বসবেন। যদি কোচকে বহাল রাখার সিদ্ধান্ত পরিবর্তন না হয়, তবে তারা জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাবেন।

মূলত, গত অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট চলাকালে কিছু নারী ফুটবলার কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগ আনেন যে, তিনি সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না। সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর এক সিনিয়র ফুটবলার প্রকাশ্যেই বলেছিলেন, পিটার বাটলার কোচ থাকলে ক্যাম্পে উঠবেন তারপরও এই কোচের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাফুফে। এখন দেখার বিষয়, বাফুফে ও নারী ফুটবলারদের মধ্যে চলমান এই সংকট কীভাবে সমাধান হয়।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |