খুশদিলকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:০৮ এএম


পাকিস্তান
ছবি- সংগৃহীত

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে কিছু দিন আগে ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আয়োজক দেশটি। এই স্কোয়াডে বেশ কয়েকটি চমক রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জানুয়ারি) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পিসিবি। যেখানে সবচেয়ে বড় চমক হলো খুশদিল শাহর দলে ফেরা। রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগ ও বিপিএলের দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।

এ ছাড়াও স্কোয়াডে ফেরানো হয়েছে ফখর জামানকে। আর আগের ঘোষিত প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইমাম উল হক, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম ও আব্বাস আফ্রিদি।

বিজ্ঞাপন

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ২৩ ফেব্রুয়ারি টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে স্বাগতিকরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি স্বাগতিকদের প্রতিপক্ষ বাংলাদেশ। 

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তৈয়ব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও উসমান খান।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission