গ্রুপ পর্বে সমীকরণের বাঁধা পেরিয়ে প্লে-অফে পা দিয়েছে খুলনা টাইগার্স। এলিমিনেটর পর্বে শক্তিশালী রংপুরের বিপক্ষে মাঠে নামছে তারা। আর এই ম্যাচের আগে দুই ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডার ও শিমরান হেটমায়ারকে দলে নিয়ে ভিড়িয়েছে খুলনা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালেই নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই দুই তারকার দলে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছে খুলনা টাইগার্স।
গ্রুপ পর্বে খুলনার বিদেশি তারকাদের মাঝে মোহাম্মদ নাওয়াজ এবং বোসিস্টোই ছিলেন নিয়মিত পারফর্মার। দেশী খেলোয়াড়দের ওপর ভর করেই সেরা চারে এসেছে তালহা জুবায়েরের দল। তবে এবারে প্লে-অফের বাঁচা মরার লড়াইয়ে বিদেশি তারকাদের নিয়ে শক্ত দল দাঁড় করিয়েছে তারা।
এদিকে চলমান বিপিএলে টানা আট জয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। কিন্তু পরের চার ম্যাচ হেরে তিনে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে বসুন্ধরা গ্রুপের দলটি। তবে প্লে-অফে জিততে মরিয়া দলটি।
রংপুর রাইডার্সের বিপক্ষে আজ দুপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স। মেহেদি হাসান মিরাজের দলটি এই মুহূর্তে আছে বেশ ভালো ছন্দে। তবে প্রতিপক্ষ দলে একইদিনে যুক্ত হয়েছেন আন্দ্রে রাসেল, জেমস ভিন্স এবং টিম ডেভিড। এই ম্যাচে জয়ী দল ম্যাচ খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে।
এলিমিনেটর পর্ব খেলতে ঢাকায় এসেছেন আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও ইংল্যান্ডের জেমস ভিন্স। দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে রংপুর রাইডার্সের একটি সূত্র।
মূলত, হেলস যাওয়ার পর কয়েক ম্যাচ জিতলেও ছন্দ ধরে রাখতে পারেনি তারা। এদিকে রংপুরের হয়ে দুর্দান্ত পারফরম করে পাকিস্তান জাতীয় দলে ডাকে পেয়েছেন খুশদিল শাহ। এতে দলের ভারসাম্য হারিয়েছে রংপুর। তাই নতুন বিদেশিদের দলে নিয়েছে রংপুর।
আরটিভি/ এসআর