ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বিপিএল এলিমিনেটর 

টস জিতে ব্যাটিংয়ে রংপুর, একাদশে তারার মেলা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:০৬ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের ১১তম আসরের গ্রুব পর্ব। এবার শুরু হচ্ছে নক আউট পর্বের লড়াই। এলিমিনেটর পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। এই ম্যাচকে সামনে রেখে রীতিমতো তারার মেলা বসিয়েছে দুই দল।

বিজ্ঞাপন

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুরে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর।

আরও পড়ুন

এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে খুলনা। একাদশে দুই যোগ হয়েছে দুই ক্যারিবিয়ান তারকা শিমরান হেটমায়ার ও জেসন হোল্ডার। আর বাদ পড়েছে উইলিয়াম বোসিস্টো। এ ছাড়াও লোকাল ক্রিকটারদের মধ্যে একাদশে সুযোগ হারিয়েছেন জিয়াউর রহমান।

অন্যদিকে নতুন তিন বিদেশি তারকা আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও ইংল্যান্ডের জেমস ভিন্সকে নিয়ে একাদশ সাজিয়েছে রংপুর। এতে বাদ পড়েছেন ইফতিখার আহমেদ, তৌফিক খান ও আজিজুল হাকিম তামিম।

বিজ্ঞাপন

রংপুর রাইডার্স একাদশ: সৌম্য সরকার, জেমস ভিন্স, সাইফ হাসান, মেহেদী হাসান, নুরুল হাসান, টিম ডেভিড, আন্দ্রে রাসেল, মোহাম্মদ সাইফউদ্দিন, আকিভ জাভেদ, রকিবুল হাসান, নাহিদ রানা। ।

খুলনা টাইগার্স একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসুম আহমেদ, অ্যালেক্স রস, মোহাম্মদ নওয়াজ, মুসফিক হাসান, শিমরান হেটমায়ার ও জেসন হোল্ডার।

আরটিভি/ এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |