ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

রেফারিকে এমন কিছু বলিনি যাতে লাল কার্ড দেখানো যায়: বেলিংহাম 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:২৮ পিএম


loading/img
ছবি: এএফপি

লা লিগায় লাল কার্ড দেখলেন রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় জুড বেলিংহাম। ম্যাচটি ছিল ওসাসুনার বিপক্ষে। যার ফলে ৪ ম্যাচ, সর্বোচ্চ ১২ ম্যাচ নিষেধাজ্ঞায় পড়তে পারেন তিনি। ম্যাচের সময় তখন ৩৮ মিনিট, ঠিক এই সময় রেফারি মুনুয়েরা মন্তেরোর সঙ্গে কথা বলতে দেখা যায় বেলিংহামকে। কথা বলার মাঝখানেই রেফারি লাল কার্ড দেখান তাকে।   

বিজ্ঞাপন

লাল কার্ড দেখার বিষয়ে বেলিংহাম বলেন, রেফারিকে এমন কিছু বলিনি আমি, যাতে লাল কার্ড দেখানো যায়। এখানে ভুল-বোঝাবুঝি হয়েছে।

রেফারির সিদ্ধান্তে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও অসন্তোষ প্রকাশ করেছেন। আনচেলত্তির মতে, রেফারি বেলিংহামের ইংরেজি বোঝেননি।

বিজ্ঞাপন

স্প্যানিশ দৈনিক এএস বেলিংহামের বিষয়ে জানিয়েছে, খেলা শেষে রেফারি যে প্রতিবেদন দিয়ে থাকেন, সেখানে লেখা হয়েছে বেলিংহাম রেফারিকে ‘ফাক ইউ’ বলেছেন। এই শব্দটি গালি বা অপমানসূচক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। 

ম্যাচ শেষে স্প্যানিশ সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টার প্লাসকে বেলিংহাম বলেন, আমি রেফারির প্রতি সম্মান রেখেই ‘ফাক অফ’ বলেছি। বেলিংহাম যে শব্দটি উচ্চারণ করেছেন, তার অর্থ বিরক্তি বা ‘দূর হও’ জাতীয় কথা হিসেবে ব্যবহার হয়।   

এই রিয়াল তারকার দাবি, রেফারি আমার অর্থ বুঝতে ভুল করেছেন, আপনারা ঘটনার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি শুধু একটা অনুভূতি প্রকাশ করেছি। একটা ভুল-বোঝাবুঝির কারণেই এই ঝামেলাটা হয়েছে। রেফারিকে অপমান করার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি তাকে অপমান করিনি। রেফারিই ভুল করেছেন।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ এই ঘটনার ফুটেজ পর্যালোচনা করে এরপর সঠিক সিদ্ধান্তটিই নেবে বলে আশা প্রকাশ করেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম। 

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |