ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

দক্ষিণ এশিয়া আর্চারির উন্নয়নে কাজ করবেন বাংলাদেশের চপল

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ০৮:২৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দেশের আর্চারিতে খুবই পরিচিত মুখ কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। বাংলাদেশ আর্চারিতে ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করছেন। এবার নতুন দায়িত্ব পেলেন তিনি। ইসলামিক দেশ ও দক্ষিণ এশিয়ার আর্চারির উন্নয়ন পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন চপল।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে চপলকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান বিশ্ব আর্চারির সাধারণ সম্পাদক টম ডিলেন।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই সংগঠক লম্বা সময় ধরে আর্চারি নিয়ে কাজ করছেন। ইসলামিক দেশ ও দক্ষিণ এশিয়ার উন্নয়ন পরামর্শক হওয়ার আগে থেকেই বিশ্ব আর্চারিতে যুক্ত আছেন তিনি। 

বিজ্ঞাপন

গত বছর দ্বিতীয়বারের মতো বিশ্ব আর্চারির ইলেকট্রোরাল বোর্ড মেম্বার মনোনীত হয়েছেন। যার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। বিশ্ব আর্চারির একটি স্বতন্ত্র এবং বিশেষ কমিটি ইলেকট্রোরাল বোর্ড। সেই বোর্ড মূলত বিশ্ব আর্চারির নির্বাচন পরিচালনা করে।

এ ছাড়াও এশিয়ান আর্চারি ফেডারেশনের সঙ্গেও কাজ করেছেন কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। তিনি এশিয়ান আর্চারি ফেডারেশনের কয়েক মেয়াদের সহ-সভাপতি আছেন।

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |