ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ডিপিএলে নতুন ঠিকানায় সাকিব, দেশে ফেরা নিয়ে যা বলছেন দলটির মালিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:২১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

গত সেপ্টেম্বরে মিরপুরে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা ও হত্যা মামলার আসামী হওয়ায় দেশে ফিরতে পারেননি তিনি। সদ্য শেষ বিপিএলেও খেলতে পারেননি দেশসেরা এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

এর মাঝে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে না পারায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকেও জায়গা হারান তিনি। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে সাকিবকে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা প্রিমিয়ার লিগে দলবদল সম্পন্ন করেছেন সাকিব। দলবদলের প্রথম দিনে অনলাইনে কাগজপত্র জমা দিয়েছেন তিনি। গত আসরে সাকিব খেলেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। পরিবর্তিত পরিস্থিতিতে দলটির প্রধান পৃষ্ঠপোষক সরে গেছে।

বিজ্ঞাপন

তবে ক্রিকেটভক্তদের প্রশ্ন, সাকিব তো এখন দেশেই আসতে পারছেন না। তাহলে প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলবেন কী করে? ঢাকার ক্লাব ক্রিকেট তো আর দেশের বাইরের কোনো আসর নয় যে, দেশের বাইরে গিয়ে খেলে যাবেন সাকিব। তাহলে তাকে দলে নেওয়ার ঘোষণা এবং খেলানোর কথা বলা হলো কোন যুক্তিতে?

এ বিষয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ কর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, তাকে দলে নিতে তো আর বাধা নেই। সাকিব দেশে আসতে পারলে খেলবে, না আসতে পারলে খেলবে না। ব্যাপারটা খুবই সহজ। আমরা তাকে দলে নেওয়ার সব কাজকর্ম সেরে রাখছি। দেশে পা রাখতে পারলে সাকিব খেলবে। প্রিমিয়ার লিগ খেললে লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষেই খেলবে।

অন্যদিকে রূপগঞ্জের মালিক লুৎফুর রহমান বাদল বলেন, আমরা ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছি, রাজনীতিবিদ সাকিবকে নয়। সে বাংলাদেশ ক্রিকেটের এক নম্বর ব্র্যান্ড, আমরা এ জন্য তাকে নিয়েছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দলে নিলেও শেষ পর্যন্ত তাকে খেলাতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘খেলোয়াড় সাকিবের জন্য আমরা শত ভাগ করব যদি কিছু করার থাকে। আমরা আশাবাদী তাকে প্রিমিয়ার লিগে পাওয়া যাবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর এখনো দেশে ফেরেননি। ছাত্র-জনতার আন্দোলনে তাঁর নামে হত্যা মামলা রয়েছে। নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ঢাকায় ফিরতে চাইলেও ‘প্রতিকূল পরিস্থিতি’র কারণে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছিল তাকে। 

এর মধ্যে অ্যাকশন পরীক্ষায় নিষিদ্ধ হয়ে খেলার মাঠেও কার্যকারিতা কমে গেছে। তবে ডিপিএলে খেলতে কোনো বাঁধা নেই সাকিবের। বোলিংও করতে পারবেন তিনি। তবে শেষ পর্যন্ত দেশে ফিরতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |