ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

পিএসএলের চূড়ান্ত সূচি প্রকাশ, একনজরে দেখে নিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৫২ পিএম


loading/img
ছবি: পিএসএল

সব ঠিক থাকলে আগামী ১১ এপ্রিল মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। রাওয়ালপিন্ডিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড এবং দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) টুর্নামেন্টটির চূড়ান্ত সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান এবং লাহোর এই চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৩৪ ম্যাচের টুর্নামেন্টটি। প্লে-অফের একটি ম্যাচ রাওয়ালপিন্ডি (১৩ মে) এবং বাকি দুটি (১৪ ও ১৬ মে) ও ফাইনাল (১৮ মে) অনুষ্ঠিত হবে লাহোরে।

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি, ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে সংস্কারকৃত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। রাওয়ালপিন্ডিতে ১১টি, করাচি এবং মুলতানে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির বলেন, আমরা আনন্দের সাথে এইচবিএল পাকিস্তান সুপার লিগের ঐতিহাসিক দশম আসরের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি। গত এক দশকে এইচবিএল পিএসএল বিশ্বব্যাপী স্বীকৃত একটি টুর্নামেন্টে পরিণত হয়েছে, যেখানে পাকিস্তানের সেরা ক্রিকেট প্রতিভার প্রদর্শনী হয়।

এবারের আসরে একটি প্রদর্শনী ম্যাচও থাকবে, যা টুর্নামেন্ট শুরুর আগে পেশোয়ারে অনুষ্ঠিত হবে। যদিও এই ম্যাচের দল এখনো চূড়ান্ত করা হয়নি, তবে মূল আসর শুরুর তিনদিন আগে অর্থাৎ ৮ এপ্রিল এটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

৬ দলের অংশগ্রহণে এবারই শেষ পিএসএল হবে। পরের বছর থেকে দুটি দল নতুন করে টুর্নামেন্টে যোগ দেবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বিদ্যমান ফ্র্যাঞ্চাইজির মধ্যকার নতুন চুক্তির আওতায় এ সিদ্ধান্ত হয়েছে। যদিও নতুন দুটি দলের নাম এখনো ঘোষণা করা হয়নি।

একনজরে দেখে নিন পিএসএলের পূর্ণাঙ্গ সূচি

১১ এপ্রিল: ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স, রাওয়ালপিন্ডি
১২ এপ্রিল: পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস, রাওয়ালপিন্ডি; করাচি কিংস বনাম মুলতান সুলতানস, করাচি
১৩ এপ্রিল: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম লাহোর কালান্দার্স, রাওয়ালপিন্ডি
১৪ এপ্রিল: ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি, রাওয়ালপিন্ডি
১৫ এপ্রিল: করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স, করাচি
১৬ এপ্রিল: ইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতানস, রাওয়ালপিন্ডি
১৮ এপ্রিল: করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস, করাচি
১৯ এপ্রিল: পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতানস, রাওয়ালপিন্ডি
২০ এপ্রিল: করাচি কিংস বনাম ইসলামাবাদ ইউনাইটেড, করাচি
২১ এপ্রিল: করাচি কিংস বনাম পেশোয়ার জালমি, করাচি
২২ এপ্রিল: মুলতান সুলতান বনাম লাহোর কালান্দার্স, মুলতান
২৩ এপ্রিল: মুলতান সুলতান বনাম ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান
২৪ এপ্রিল: লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি, লাহোর
২৫ এপ্রিল: কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম করাচি কিংস, লাহোর
২৬ এপ্রিল: লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস, লাহোর
২৭ এপ্রিল: কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম পেশোয়ার জালমি, লাহোর
২৮ এপ্রিল: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম মুলতান সুলতানস, লাহোর
৩০ এপ্রিল: লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর
১ মে: মুলতান সুলতান বনাম করাচি কিংস, মুলতান; লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, লাহোর
২ মে: পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর
৩ মে: কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর
৪ মে: লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস, লাহোর
৫ মে: মুলতান সুলতান বনাম পেশোয়ার জালমি, মুলতান
৬ মে: ইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস, রাওয়ালপিন্ডি
৮ মে: পেশোয়ার জালমি বনাম করাচি কিংস, রাওয়ালপিন্ডি
৯ মে: পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স, রাওয়ালপিন্ডি
১০ মে: মুলতান সুলতান বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস, মুলতান; ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস, রাওয়ালপিন্ডি
১৩ মে: কোয়ালিফায়ার ১, রাওয়ালপিন্ডি
১৪ মে: এলিমিনেটর, লাহোর
১৬ মে: কোয়ালিফায়ার২, লাহোর
১৮ মে: ফাইনাল, লাহোর

আরটিভি/এসআর/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |