রিয়াল মাদ্রিদের রীতিমতো উড়ছেন ভিনিসিয়ুস জুনিয়র। মাত্র ২৪ বছর বয়সেই লস ব্লাঙ্কোসদের অন্যতম তারকা হয়ে উঠেছেন তিনি। এর মাঝেই সৌদি আরবের ক্লাবগুলো থেকে বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব পেয়েছেন এই ব্রাজিলিয়ান। এই বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার ভিনি জানিয়ে দিয়েছেন তিনি রিয়াল মাদ্রিদে ইতিহাস গড়তে এসেছি।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে নামার আগে নামার আগে ভিনিসিয়ুস বলেন, আমি খুবই শান্ত আছি। কারণ আমার ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এবং আমরা আশা করছি যত দ্রুত সম্ভব নতুন চুক্তি করতে পারবো।
রিয়াল মাদ্রিদকে নিয়ে তিনি বলেন, আমি এখানে সুখে আছি, বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলছি, সেরা কোচ (কার্লো আনচেলত্তি), সেরা সভাপতি (ফ্লোরেন্তিনো পেরেজ), যেখানে সবাই আমাকে ভালোবাসে। এখানে ছাড়া অন্য কোথাও ভালো থাকতে পারবো না।
ভিনিসিয়ুস রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন—২০২২ এবং ২০২৪ সালের ফাইনালে গোলও করেছিলেন। এছাড়া তিনি গত বছর ফিফার দ্য বেস্ট মেনস প্লেয়ার পুরস্কারও জেতেন।
ভিনিসিয়ুসের কাছে জানতে চাওয়া হয়, তিনি রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের নিশ্চয়তা দিতে পারবেন কিনা। জবাবে ভিনিসিয়ুস বলেন, ‘আমি এখানে ইতিহাস গড়তে এসেছি, এই ক্লাব আমাকে যা কিছু দিয়েছে তার জন্য (প্রস্তুত)।’
রিয়ালের জার্সিতে খেলার স্বপ্ন নিয়ে ভিনি বলেন, আশা করি আমি আরও গোল করতে পারবো, আরও বেশি ম্যাচ খেলতে পারবো এই জার্সি পরে। আমার শৈশবের স্বপ্ন ছিল এখানে খেলা। এখন আমি এখানে আরও অনেক কিছু জিততে চাই এবং এই ক্লাবের ইতিহাসের অংশ হতে চাই, যা অনেক কঠিন। কারণ এখানে অনেক মহান কিংবদন্তি খেলেছেন।
সম্প্রতি লা লিগায় রেফারিদের নিয়ে রিয়ালের মাদ্রিদের অসন্তুষ্টি রয়েছে। ভিনিসিয়ুস মনে করেন, লা লিগার চেয়ে চ্যাম্পিয়নস লিগে রেফারিরা খেলোয়াড়দের বেশি সুরক্ষা দেন।
তিনি বলেন, ‘ইউরোপে রেফারিরা বিনোদন দেওয়া খেলোয়াড়দের বেশি সুরক্ষা দেয়। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যাতে তারা এমন খেলোয়াড়দের শাস্তি দেয় যারা আমাদের লাথি মারে এবং খেলা থামিয়ে দেয়। আমরা রেফারিদের নিয়ে কথা বলতে চাই না, তবে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ।’
অনেক সময় রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে কিংবা প্রতিপক্ষ দলের খেলেয়াড়দের সঙ্গে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া জানিয়ে লাল বা হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস। এক্ষেত্রে বয়সের কারণেই মেজাজ হারান বলে মনে করেন তিনি।
ভিনির ভাষ্য, রেফারিরা অন্যদের কার্ড দেয় না, কিন্তু যখন আমি প্রথমবার অভিযোগ করি, তখনই আমি কার্ড পাই... । আমি অনেক কিছু করি যা করা উচিত নয়। তবে আমি উন্নতি করছি, আমি (এখন) আরও শান্ত। মানুষ ভুলে যায় যে আমি মাত্র ২৪ বছরের।
গতবছর ‘ফিফা দা বেস্ট’ স্বীকৃতি পেয়েছেন তিনি। তবে বেশি আলোড়ন ছিল তার ব্যালন দ’র জিততে না পারা ও শেষ মুহূর্তে অনুষ্ঠান বর্জন করা নিয়ে। গত কয়েক মাসে এটা নিয়ে নানা বিতর্ক-আলোচনা হয়েছে। এবার ভিনিসিউস বললেন, ক্লাবের নির্দেশনাই অনুসরণ করেছেন তিনি। ‘ক্লাব আমাকে যা করতে বলে, আমি সেটাই করি। ক্লাব আমাকে বলেছিল মাদ্রিদে থাকতে, আমি থেকেছি।’
আরটিভি/এসআর