এবার পাকিস্তানি অলরাউন্ডারকে দলে নিলো চিটাগং কিংস
আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। তার আগেই একের পর এক তারকা ক্রিকেটারকে সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভিড়িয়ে চমক দেখিয়ে যাচ্ছে চিটাগং কিংস। সবশেষ পাকিস্তানের পেস অলরাউন্ডার ওয়াসিম জুনিয়রকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছে চিটাগং কিংস।
এর আগে গতকাল দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করে চমক দেখিয়েছিল বন্দরনগরীর দলটি। সাকিব ছাড়াও দেশি ক্রিকেটারদের মধ্যে শরিফুল ইসলামকে দলে নিয়েছে তারা। গুঞ্জন রয়েছে এই দলে লিটন দাসও যুক্ত হতে পারেন!
আর বিদেশিদের মধ্যে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি ও শ্রীলঙ্কার অভিজ্ঞ তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে চুক্তি করেছে চিটাগং। পাকিস্তানের হায়দার আলির সঙ্গেও কথাবার্তা পাকা করে রেখেছে বন্দরনগরীর দলটি। এবার সেই তালিকায় যুক্ত হলেন ওয়াসিম জুনিয়র।
গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন এই পাক ক্রিকেটার। প্রথমবারের মতো দেখা যাবে চিটাগংয়ের জার্সিতে।
প্রসঙ্গত, বিপিএলে একাদশ আসরের তিনটি দলে পরিবর্তন আসছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে বিপিএলে। থাকছে না কুমিল্লার কোনো দল। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে।
আরটিভি/এমএসআর
মন্তব্য করুন