ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিসিবির পুরস্কারের অর্থ হাতে পেলেন যুবারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১০ মার্চ ২০২৫ , ০৭:৪০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গত ডিসেম্বরে ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল টাইগার যুবারা। এতে টানা দ্বিতীয়বার এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর এই জন্য যুবাদের পুরস্কার দেওয়া কথা জানিয়েছিল বিসিবি।

বিজ্ঞাপন

বিসিবি সভাপতি ফারুক আহমেদ সে সময় জানিয়েছিলেন, যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে প্রদান করবে বিসিবি।

প্রায় তিন মাস সেই পুরস্কারের অর্থ পেতে শুরু করেছে  ক্রিকেটারসহ কোচিং স্টাফের সদস্যরা। ক্রিকেটারদের নগদ চেকের মাধ্যমে দেওয়া হচ্ছে অর্থ। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

বিজ্ঞাপন

রোমাঞ্চকর ফাইনালে সেদিন ব্যাট করতে নেমে যুব টাইগাররা সংগ্রহ করেছিল ১৯৮ রান। ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়েছিল আজিজুল হাকিম তামিমের দল। 

সর্বোচ্চ ব্যক্তিগত ৪৭ রান করেন রিজান হোসেন। এ ছাড়া শিহাব জেমস ৪০ ও ফরিদ হাসানের ৩৯ রানে বাংলাদেশ লড়াকু পুঁজি পায়। লক্ষ্য তাড়ায় আজিজুল হাকিম তামিম ও দেবাশীষ দেবার বোলিং তোপে ১৩৯ রানেই অলআউট হয়ে যায় ভারত।

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |