ঢাকাসোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

আইপিএল দিয়ে নতুন অধ্যায় শুরু উইলিয়ামসনের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ০২:৪৮ পিএম


loading/img
ছবি: এএফপি

আইপিএলের ১৮তম আসরে দল পাননি কেইন উইলিয়ামসন। তাই পিএসএলে নাম লিখিয়েছেন তিনি। তবে পিএসএল শুরুর আগ পর্যন্ত নতুন ভূমিকায় দেখা যাবে এই অভিজ্ঞ ক্রিকেটারকে। আইপিএল দিয়ে ধারাভাষ্যকার বা ম্যাচ বিশ্লেষক হিসেবে অভিষেক হতে যাচ্ছে উইলিয়ামসনের। 

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) কলকাতা ও বেঙ্গালুরু ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইপিএলের ১৮তম আসরের। প্রতিযোগিতার সম্প্রচারকারী চ্যানেল ধারাভাষ্যকারদের তালিকায় প্রকাশ করা হয়েছে।

যেখানে রয়েছে নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়কের নামও রয়েছে। আইপিএলের গত আসরেও উইলিয়ামসন ছিলেন গুজরাট টাইটান্সে। যদিও দুই ম্যাচের বেশি খেলা হয়নি তার। এবারও তিনি নিলামে নিজের নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু কোনো দলই তার জন্য আগ্রহ দেখায়নি।

বিজ্ঞাপন

আইপিএল চলাকালে নিউজিল্যান্ডের তেমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচি নেই। সে কারণেই সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে উইলিয়ামসনকে ধারাভাষ্যকার হিসাবে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তাতে সম্মতি দিয়েছেন এই কিউই তারকা। ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে কাজ করবেন উইলিয়ামসন। 

টেলিভিশনে সহ-বিশ্লেষক হিসাবে উইলিয়ামসন সঙ্গী হিসেবে পাচ্ছেন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, বীরেন্দর শেবাগ, অনিল কুম্বলে, হরভজন সিং, অজয় জাদেজা, নভজ্যোৎ সিং সিধু, আকাশ চোপড়া, সঞ্জয় মাঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, মার্ক বাউচার, রুদ্রপ্রতাপ সিং, শেখর ধাওয়ান, প্রজ্ঞান ওঝা, সুরেশ রায়না, এবি ডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, রবীন উত্থাপা, আম্বাতি রাইডু, মোহাম্মদ কাইফ ও পীযূষ চাওলাকে।

এর আগে ২০১৫ আসরে প্রথম আইপিএলে অভিষেক হয় উইলিয়ামসনের। টানা খেলেছেন ২০২৪ সাল পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে সবমিলিয়ে ৭৮ ম্যাচে ব্যাট হাতে উইলিয়ামসন ২১২৮ রান করেছেন। যেখানে তার ব্যাটিং গড় ৩৫.৪৭ এবং স্ট্রাইকরেট ১২৫.৬২। 

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়েও ব্যাট হাতে বেশ ফর্মে ছিলেন ৩৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ ম্যাচে ৪০ গড়ে ২০০ রান করেছেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |