হৃদ্রোগে আক্রান্ত হয়ে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল। সোমবার (২৪ মার্চ) অবস্থা এতটাই গুরুতর ছিল যে হেলিকপ্টারে করে ঢাকায় আনা সম্ভব হয়নি। জরুরি ভিত্তিতে রিং পরানো হয়। তাকে দেখতে সারা দিন হাসপাতালটিতে ছিল মানুষের ভিড়।
তবে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে তামিমকে দেখতে কেপিজে হাসপাতালে মানুষের ভিড় কিছুটা কম।
খোঁজ নিয়ে জানা গেছে, পুরোপুরি শঙ্কামুক্ত না হলেও আগের চেয়ে ভালো আছেন তামিম।
তামিমের চিকিৎসার দায়িত্বে থাকা এক চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছেন, তামিম এখন কিছুটা হাঁটার চেষ্টা করছেন। তাকে কিছু সময়ের জন্য কেবিনে নিয়ে যাওয়া হয়েছে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করানোর জন্য। এরপর আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে এসে বুকে ব্যথা অনুভব করেন তামিম। পরে তাকে পাশেই কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিকেএসপিতে ফেরেন এবং কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলেন তামিম। শারীরিক অবস্থার অবনতির কারণে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি। এরপর আবার কেপিজে বিশেষায়িত হাসপাতালে আনার পর তার বুকে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে এরপর রিংও পরানো হয়েছে।
আরটিভি/এস