ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

রোনালদোর পাশে নাম লিখিয়ে যা বললেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০৪:০৬ পিএম


loading/img
ছবি: এএফপি

লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে লেগানেসকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এতে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ৩৩টি। আর তাতেই রিয়াল মাদ্রিদে প্রথম মৌসুমেই সর্বোচ্চ গোলের তালিকায় নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে নাম লিখিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।  

বিজ্ঞাপন

২০০৯-১০ মৌসুমে রিয়ালের হয়ে প্রথম বছরেই ৩৩ গোল করেছিলেন রোনালদো, যা করেছিলেন মাত্র ৩৫ ম্যাচে। এমবাপ্পে এই কীর্তি ছুঁলেন ৪৪ ম্যাচ খেলে। তবে সামনে আরও অনেক ম্যাচ বাকি, তাই ‘সিআর সেভেন’কে ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ থাকছে এমবাপ্পের সামনে। 

রোনালদোর পাশে নাম লেখানোয় উচ্ছ্বসিত এমবাপ্পে বলেন, এটা আমার জন্য বিশেষ মুহূর্ত। রোনালদোর সমান গোল করা দারুণ সম্মানের। তিনি রিয়াল মাদ্রিদের জন্য কী ছিলেন, তা সবাই জানে। আমার জন্যও তিনি একজন বড় অনুপ্রেরণা। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা নিয়মিত কথা বলি, তিনি আমাকে অনেক পরামর্শ দেন। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো দলীয় সাফল্য—আমাদের শিরোপাও জিততে হবে।  

আরও পড়ুন

তবে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমে সর্বোচ্চ ৩৭টি গোল করার রেকর্ড রয়েছে চিলিয়ান ফুটবলার ইভান জামোরানোর। ১৯৯২-৯৩ মৌসুমে এই রেকর্ড গড়েছিলেন তিনি। এমবাপ্পে তার চেয়ে চার গোল পিছিয়ে। যত ম্যাচ হাতে আছে, তাতে এই রেকর্ডটা এককভাবে নিজের করার সম্ভাবনা রয়েছে এমবাপ্পের।

ব্রাজিলের রোনালদো নাজারিও ২০০২-০৩ মৌসুমে রিয়ালে যোগ দিয়েই করেছিলেন ৩০টি গোল। তবে সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি যদিও এখনও ক্রিশ্চিয়ানো রোনালদোর নামে। তিনি ক্লাবের হয়ে ৪৫০টি গোল করেছেন।

চলতি মৌসুমে লিগ টেবিলে বার্সেলোনার সমান পয়েন্ট (৬৩) পেল রিয়াল মাদ্রিদ। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় বার্সাই শীর্ষস্থানে রয়েছে। বার্সা এক ম্যাচ কম খেললেও গোল ব্যবধানেও এগিয়ে আছে রিয়ালের চেয়ে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |