লা লিগায় জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। বার্সেলোনা শীর্ষে থাকলেও তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ইয়ামাল-রাফিনিয়ারা এক ম্যাচ হোঁচট খেলেই সিংহাসন দখল করবে লস ব্লাঙ্কোসরা। তার আগে বার্সার সমান পয়েন্ট তুলতে মাঠে নামছে রিয়াল।
শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ২টায় লেগানেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জয় পেলে বার্সার সমান ৬৩ পয়েন্ট হবে ভিনি-এমবাপ্পে। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।
আন্তর্জাতিক বিরতির পর এটাই প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদের। তবে এই ম্যাচে নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পাচ্ছে না রিয়াল। বেলজিয়ামের হয়ে ম্যাচ খেলতে গিয়ে আঘাত পেয়েছেন তিনি। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে আর্সেনাল ম্যাচকে সামনে রেখে কোনো ঝুঁকি নিতে চায় না আনচেলত্তি।
এ ছাড়াও এই ম্যাচে থাকবেন না সেবালোস এবং মেন্ডি। আর্সেনাল ম্যাচ দিয়ে মাঠে ফিরবে তারা।
লেগানেস ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদ স্কোয়াড:
গোলরক্ষক: লুনিন, ফ্রাঁ গঞ্জালেজ এবং সার্জিও মেস্ত্রে।
ডিফেন্ডার: আলাবা, লুকাস ভি., ভ্যালেজো, ফ্রাঁ গার্সিয়া, রুডিগার, এসেনসিও এবং দিয়েগো আগুয়াডো।
মিডফিল্ডার: বেলিংহাম, কামাভিঙ্গা, ভালভার্দে, মড্রিচ, চৌমেনি এবং আরদা গুলার।
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এমবাপ্পে, রড্রিগো, এন্ড্রিক এবং ব্রাহিম।
আরটিভি/এসআর