ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সমর্থকদের ঈদ শুভেচ্ছা তাসকিন-মিরাজদের 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ০৪:৫৯ পিএম


loading/img
ছবি: ফেসবুক

একমাস সিয়াম-সাধনার পর সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। সবার মতো পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে উঠেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের উদ্দেশে বার্তাও দিয়েছেন তারা।
 
সোমবার (৩১ মার্চ) ঈদগাহে কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে ছবি তুলেছেন মেহেদী হাসান মিরাজ। সেই ছবি ফেসবুকে পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’
 
তিন প্রজন্মের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন তাসকিন আহমেদ। বাবা এবং পুত্রের সঙ্গে বাড়ির ছাদে ছবিটি তুলেছেন এই টাইগার পেসার। পোস্টে লিখেছেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা।’
 
তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আনন্দ উদযাপন হলো একটু ভিন্ন মাত্রার। ঈদের আগের সন্ধ্যায় ছোটবেলার বন্ধুদের সাথে সময় কাটিয়েছেন তিনি। সেই ছবি ফেসবুকে দিয়ে শান্ত লিখেছেন, ছোটবেলার বন্ধুদের সাথে সব সময় ভালো একটা সময় কাটালাম। আমাদের সবাইকে ঈদ মোবারক। আপনার হৃদয় ভালোবাসা এবং শান্তি দিয়ে ভরে উঠুক।
487367158_1227228985431680_9043443307211539009_n
 
এরপর আজ ঈদের দিন পরিবারের সদস্য- স্ত্রী, পুত্র এবং বাবার সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন তিনি। শুধু লিখেছেন, ঈদ মোবারক।
 
বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ঈদ করেছেন গ্রামের বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে। ঈদের নামাজ আদায় করার পর ছবি তুলেছেন বাবা, ভাই, ভাতি-ভাতিজি ও অন্যান্যদের সঙ্গে। লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা।’
486775657_1218961059583724_2449899521038194227_n
 
অন্যদিকে পঞ্চপাণ্ডবের মধ্যে তামিম ইকবাল ছাড়া ঈদ উদযাপনের চিত্র তুলে ধরেছেন শুধু মাহমুদউল্লাহ রিয়াদ। পাঞ্জাবি পরে ঈদের নামাজে যাওয়ার আগ মুহূর্তে একটা ছবি তুলে সেটা পোস্ট লিখলেন, সুন্দর ঈদের সকাল। 
 
আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |