ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

মোহামেডানের দায়িত্ব পেয়ে যা বললেন হৃদয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ০৮:৪৬ পিএম


loading/img
ছবি: এএফপি

গত ২৪ মার্চ বিকেএসপির মাঠে শাইন পুকুরের খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছিলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। খেলা চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির পাশে কেপিজে হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। তার অনুপস্থিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

বিজ্ঞাপন

তবে স্থায়ীভাবে কে হবে মোহামেডানের অধিনায়ক তা নিয়ে চলছিলো না গুঞ্জন। সকলে মিরাজকে এগিয়ে রাখলেও শেষ পর্যন্ত তাওহীদ হৃদয়ের কাঁধে উঠেছে ঐতিহ্যবাহী দলটির দায়িত্ব। শনিবার (৫ এপ্রিল) দায়িত্ব পেয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নতুন অধিনায়ক।

হৃদয় বলেন, চ্যালেঞ্জ সব সেক্টরে আছে আপনার প্রফেশনে আছে, আমার প্রফেশনেও আছে। তো চেষ্টা করব আমি এটা এনজয় করার জন্য এবং চেষ্টা করব দলের জন্য যতটুকু পারব এই দিকটাতে কন্ট্রিবিউট করার জন্য।

বিজ্ঞাপন
আরও পড়ুন

মূলত, আসন্ন জিম্বাবুয়ে সিরিজের কারণেই অধিনায়কত্ব পাননি মিরাজ। কারণ, দুই ম্যাচের টেস্ট সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাকে। এ ছাড়াও মোহামেডানের একাধিক খেলোয়াড় জিম্বাবুয়ে সিরিজে যোগ দিবেন।

বিজ্ঞাপন

এ নিয়ে হৃদয় বলেন, প্রথমত এটা আমাদের হাতে নেই, যতটুকু আমাদের হাতে আছে, যতটুকু কন্ট্রোলে আছে। এর ভেতর থেকে আমাদের সবকিছু করতে হবে। আমাদের দল প্রথম থেকেই বিগ বাজেটের দল, এখনো বিগ বাজেটের দল আছে।

তিনি বলেন, হয়তো দুই একটা খেলোয়াড় অন-অফ আছে।  জাতীয় দলের খেলা রয়েছে আশা করছি আমাদের যারা ব্যাকআপ আছে তাদের জন্য একটা পজিটিভ সাইন হবে এটা। তারাও তো খেলোয়াড়, তাদের তো সুযোগ দরকার। আমরা চেষ্টা করব তারা যখনই যে অবস্থায় সুযোগ আসবে, তারা জন্য কাজে লাগাতে পারে সুযোগটা।

আরটিভি/এসআর

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |