অবশেষে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন বিদ্রোহী নারী ফুটবলাররা। প্রায় আড়াই মাস লম্বা ছুটির পর মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে পিটার বাটলারের অধীনেই অনুশীলন করবেন তারা।
ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া এবং সাবিনা খাতুনরা লিগ খেলার জন্য বর্তমানে ভুটানে অবস্থান করছেন। দেশটির ক্লাব পারো এফসির হয়ে লিগ মাতাবেন বাংলাদেশের এই চার নারী ফুটবলার। বিদ্রোহ করা ১৮ জন নারী খেলোয়াড়দের মধ্যে ভুটানে থাকা এই চারজন খেলোয়াড়ও আছেন।
বিদ্রোহীদের মধ্যে থাকা তহুরা খাতুন ক্যাম্পে এখনও যোগ দেননি। তার বোন অসুস্থ থাকার কারণে আরও দুই দিন ছুটি নিয়েছেন।
বিদ্রোহী ফুটবলারদের মধ্যে কৃষ্ণা রানী, মাসুরা পারভীন, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, মোসাম্মাৎ সাগরিকা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, মারিয়া মান্দা, স্বর্ণা রানী মণ্ডল, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার—১৩ জন সোমবার (৭ এপ্রিল) কোচ বাটলারের সঙ্গে বাফুফে ভবনে মিটিং করেছেন।
বাফুফের সূত্রে জানা গেছে, প্রায় ৪০ মিনিটের মতো মিটিং করেছেন তারা। মিটিংয়ে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাফুফে সূত্রে যতদূর জানা গেছে, বাটলারের বিপক্ষে আনা অভিযোগগুলো নিয়েও মিটিংয়ে কথা হয়েছে। যেখানে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করেছে, যদিও শেষ পর্যন্ত এই ১৩ জন মঙ্গলবার থেকে অনুশীলনে ফেরার আগ্রহ দেখিয়েছেন।
বাটলার বিভিন্ন সময় মিডিয়ার সামনে কয়েকজন ফুটবলারের নাম বলেছেন। তারা খেলায় ফিরতে চাইলে অনুশীলন করাবেন এমন কথাও আজ বলেছেন কোচ।
আরটিভি/এসকে/এসআর-টি