ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

লন্ডনে পৌঁছেছেন ভিনি-রদ্রিগোরা, আর্সেনাল ম্যাচে থাকছেন না ছয় তারকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০৮:০৪ পিএম


loading/img
ছবি: রিয়াল মাদ্রিদ

লা লিগার গুরুত্ব ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হারের পর বার্সেলোনার থেকে অনেকটা দূরে সরে গেছে রিয়াল মাদ্রিদ। সেই হতাশা নিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছেন ভিনি-রদ্রিগোরা। যেখানে তারা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে লড়াই করবে।

বিজ্ঞাপন

সোমবার (৭ মার্চ) লন্ডনে পৌঁছে কোর্টহাউস শোরডিচ হোটেলে উঠেছে আনচেলত্তির শীর্ষরা।

চলতি মৌসুমে ইনজুরির কবলে পড়ে ছিটকে পড়েছেন রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য এদের মিলিতাও, দানি কারবাহাল ও মেন্ডি। যার অভাব ভালোভাবেই টের পাচ্ছেন আনচেলত্তি। এদিকে বেলজিয়ামের হয়ে মাঠে নেমে আঘাত পাওয়ায় সবশেষ লা লিগা ও কোপা দেল রের ম্যাচে খেলতে পারেননি থিবো কোর্তোয়াও।

বিজ্ঞাপন
আরও পড়ুন

যে কারণে এগিয়ে থেকেও জয় পেতে কষ্ট হয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলরক্ষক লুনিন না থাকাতে কড়া মাশুল দিতে হয়েছে রিয়াল মাদিদ্রকে। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে হতাশ করেছে জয় তুলে নিয়েছে দুর্বল ভ্যালেন্সিয়া।

বিজ্ঞাপন

MixCollage-07-Apr-2025-08-01-PM-5013

তবে সবকিছু ভুলে রিয়াল বসের চোখ এখন চ্যাম্পিয়নস লিগে। আর্সেনাল ম্যাচ দিয়ে কোর্তোয়া ফিরলেও মাঝ মাঠে কঠিন পরীক্ষা দিতে হবে লস ব্লাঙ্কোসদের। কারণ, এদের মিলিতাও, দানি কারবাহাল, মেন্ডিরা ছাড়াও অরেলিয়ান চুয়ামেনিকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।

এদিকে লা লিগার সবশেষ ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তাই দলের মূল পেনাল্টি শুট নেওয়ার দায়িত্ব পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

Screenshot_2025-04-07_195758

এর আগে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে অ্যাথলেটিকোকে ২-১ গোলে হারিয়েছিল রিয়াদ। দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো নিজেদের মাঠে নির্ধারিত সময়ে নগরপ্রতিদ্বন্দ্বীদের ১ গোল দেয়। অ্যাগ্রিগেটে ২-২ সমতা হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। 

যেখানে ৪-২ গোলে দিয়েগো সিমিওনের দলকে হারিয়ে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন ভিনিসিয়ুস-এমবাপ্পেরা। আর স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে উল্লাস-উদযাপনে মেতেছিল লস ব্লাঙ্কোসরা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |